মারা গেলেন দক্ষিণ ভারতের সিনেমার জনপ্রিয় অভিনেতা ছালাপাতি রাও। আজ (২৫ বিসেম্বর) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এই অভিনেতা। ভারতের দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য হিন্দু, দ্য টাইমস অব ইন্ডিয়াসহ অনেক সংবাদ মাধ্যম তার মারা যাওয়ার সংবাদ প্রকাশ করেছে।
সকালে বড় ছেলে রবি বাবুর বানজারা হিলসের সরকারি কোলনির বাসভবনে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই অভিনতা।
ভারতের তামিল-তেলেগু সিনেমার অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পান এই অভিনেতা। তিনি বেশিরভাগ সিনেমায় খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন। এছাড়া বেশ কিছু কমেডি সিনেমায় অভিনয় করতে দেখা গেছে এই অভিনেতাকে।।
জনপ্রিয় এই অভিনেতা ৫০ বছরের ক্যারিয়ারে ৬০০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এরমধ্যে উল্লেখযোগ্য ‘সাক্ষী’, ‘ড্রাইভার রামুডু’, ‘বজরাম’, ‘কিক’ ।
তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র পাড়ায়। শোক প্রকাশ করছেন দক্ষিণি সিনেমার জনপ্রিয় তারকারাও। মৃত্যুকালে স্ত্রী ইন্দুমতী এবং তিন সন্তানকে রেখে গেছেন এ অভিনেতা।
You must be logged in to post a comment.