শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৯:৪৭ অপরাহ্ন

মারা গেছেন হলিউড অভিনেতা বিল কবস

বিনোদন ডেস্ক / ৪৩ জন দেখেছেন
আপডেট : জুন ২৭, ২০২৪
মারা গেছেন হলিউড অভিনেতা বিল কবস
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

হলিউডের ‘দ্য বডিগার্ড’-খ্যাত অভিনেতা বিল কবস মারা গেছেন। সংবাদ মাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ জানিয়েছে, বিল তার ক্যালিফোর্নিয়ার ইনল্যান্ড এম্পায়ারে নিজভবনে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে প্রবীণ অভিনেতার বয়স হয়েছিল ৯০ বছর।

অভিনেতার প্রচারক চক আই. জোন্স তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বাধ্যকজনিত কারণেই মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

বিল কবস ‘দ্য হাডসাকার প্রক্সি’, ‘দ্য বডিগার্ড’ এবং ‘নাইট অ্যাট দ্য মিউজিয়াম’-এর মতো একাধিক সুপারহিট চলচ্চিত্রে অভিনয় করেছেন।

১৯৭৪ সালের ‘দ্য টেকিং অফ পেলহাম ওয়ান টু থ্রি’তে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন বিল ।

গোটা ক্যারিয়ারে প্রায় ২০০টি ফিল্ম এবং ধারাবাহিকে অভিনয় করেছেন। এছাড়াও তিনি ‘দ্য সোপ্রানোস’, ‘দ্য ওয়েস্ট উইং’, ‘সিসেম স্ট্রিট’ এবং ‘গুড টাইমস’-এর মতো একাধিক টেলিভিশন শোতে অভিনয় করেছেন। ‘দ্য বডিগার্ড’-এ হুইটনি হিউস্টনের ম্যানেজারের ভূমিকায় অভিনয়ের মাধ্যমে বেশি জনপ্রিয়তা অর্জন করেছিলেন বিল।

তাকে ‘এয়ার বাড’ (১৯৯৭) তে প্রশিক্ষক, ‘নাইট অ্যাট দ্য মিউজিয়াম’ (২০০৬) সিনেমায় সিকিউরিটি গার্ড এবং ‘দ্য গ্রেগরি হাইন্স শো’তে বাবার ভূমিকাতেও দেখা গিয়েছিল। বিল তার ক্যারিয়ারে একাধিক স্মরণীয় চরিত্রের জন্য পরিচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান