রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৫:৪০ পূর্বাহ্ন

মারা গেছেন গজল শিল্পী পঙ্কজ উদাস

বিনোদন ডেস্ক / ৭৬ জন দেখেছেন
আপডেট : ফেব্রুয়ারি ২৬, ২০২৪
মারা গেছেন গজল শিল্পী পঙ্কজ উদাস
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

ভারতীয় স্বনামধন্য গজল শিল্পী পঙ্কজ উদাস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। গায়কের কন্যা নায়াব উদাস সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে আজ সোমবার দেয়া এক পোস্টে তার পিতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরে নানা ধরনের অসুস্থতায় ভুগছিলেন তিনি। সোমবার সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গায়ক।

পঙ্কজ উদাস ভারতের গুজরাতে জন্মগ্রহণ করেন। মূলত গজল গায়ক হিসেবে তিনি ব্যাপক পরিচিতি পান। ১৯৮০ সালে ‘আহত’ শিরোনামের গজল অ্যালবাম প্রকাশের মাধ্যমে তিনি সংগীত দুনিয়ায় যাত্রা শুরু করেন।

হিন্দি সিনেমা এবং ইন্ডি-পপের জগতে তার অবদান ভুলবার নয়। লাইভ অনুষ্ঠান হোক বা অ্যালবাম কিংবা ছবির গান, আশি ও নব্বইয়ের দশকে দর্শককে মুগ্ধ করেছেন তিনি। এখনো তার গানে মুগ্ধ বহু মানুষ।

পঙ্কজ উদাস গজলের মধ্য দিয়ে ভারতীয় সংগীতে ছাপ ফেলেন। আশির দশকে একের পর এক হিন্দি সিনেমার গানে কণ্ঠ দিয়ে শ্রোতাহৃদয়ে জায়গা করে নেন। সঞ্জয় দত্ত অভিনীত ‘চিঠঠি আই হ্যায়’ গান জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায় তাকে।

এছাড়া ‘চান্দি জ্যায়সা রং, না কজরে কি ধার’, ‘জিয়ে তো জিয়ে ক্যায়সে’ গানে মন জয় করে নেন তিনি। শুধু হিন্দি সিনেমার গানেই নয়, ‘নশা’, ‘পয়মানা’, ‘হযরত’, ‘হামসফর’-এর মতো অ্যালবামেও সাড়া ফেলেছিলেন পঙ্কজ উদাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান