মারা গেছেন ইউফোরিয়া খ্যাত অভিনেতা অ্যানগাস ক্লাউড। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৫ বছর। সোমবার (৩১শে জুলাই) ক্যালিফোর্নিয়ায় ওকল্যান্ডে নিজ বাড়িতে মারা গেছেন।
সংবাদমাধ্যম জানায়, ছোট বেলা থেকে তিনি ছিলেন শান্ত স্বভাবের। পরিবারের সবার সাথে তার ছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তবে বাবার সাথে তিনি বেশি ঘনিষ্ঠ ছিলেন। গত সপ্তাহেই বাবাকে হারান এই অভিনেতা। তখনই মানসিক ভাবে ভেঙ্গে পড়েন।
এর আগে গত সপ্তাহেই বাবাকে দাফন করেন অভিনেতা অ্যানগাস ক্লাউড। পরিবারের ভাষ্য—মানসিক স্বাস্থ্যের সঙ্গে একপ্রকার যুদ্ধে ছিলেন অ্যানগাস ক্লাউড। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি।
অ্যানগাস ক্লাউড এইচবিওর জনপ্রিয় সিরিজ ইউফোরিয়ায় অভিনয় করে খ্যাতি লাভ করেছিলেন। এছাড়া নর্থ হলিউড এবং দ্য লাইন দুটি সিনেমায় তার অভিনয় কৃতিত্বের দাবিদার ছিল। তিনি বেকি জি, ক্যারল জি এবং জুইস ডব্লিউআরএলডি শিল্পীদের মিউজিক ভিডিওতেও হাজির হয়েছিলেন।
You must be logged in to post a comment.