বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেত্রী তানজিকা আমিন। আর শুভ এ ক্ষণটির জন্য বেছে নিয়েছেন মায়ের শাড়ি। মা ইসমত আরা মিনার বিয়ে হয় আজ থেকে ৪০ বছর আগে। সেই একই শাড়িতে বিয়েতে বসলেন এ লাক্স তারকা।
আজ (৬ ডিসেম্বর) দুপুরে ঢাকার বেইলি রোডে তানজিকাদের বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এতে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। খবরটি নিশ্চিত করেছেন তানজিকা নিজেই।
তানজিকা বলেন, ‘২০১৮ সাল থেকে সাইফের সঙ্গে তার পরিচয়। এরপর নিজেদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। সব সময় মনে হয়েছে, বিয়ের জন্য এটা সঠিক সময় নয়। এবার মনে হয়েছে, সঠিক সময় এবং সঠিক মানুষের দেখাও পেয়েছি। তাই বিয়ের সিদ্ধান্ত না নিয়ে পারিনি।’
হুট করে বিয়ের কাজ সেরে ফেললেও এ মাসের মধ্যেই বিবাহপরবর্তী বাকি সব আনুষ্ঠানিকতা করার ইচ্ছা রয়েছে তানজিকার। এই অভিনয়শিল্পীর বর অস্ট্রেলিয়াপ্রবাসী। তাঁর নাম সাইফ বাসুনিয়া। ২৫ বছরের বেশি সময় ধরে তিনি সিডনিতে থাকেন।
মায়ের শাড়ি পরে বিয়ের প্রসঙ্গে তানজিকা বলেন, ‘‘বেশ কয়েক বছর আগে আমার মায়ের বিয়ের শাড়ি দিয়ে ওড়না বানানোর ইচ্ছা ছিল। বিয়ের ওড়না। যে আমার বিয়ের কস্টিউম করেছে, সে বলল, ‘আপু আন্টির শাড়িটা এত সুন্দর! এটা কেটে ওড়না কেন বানাবে? এটা কেন তুমি বিয়েতে পরছ না?’ তারপর ভাবলাম, আসলেই কেন নয়! এরপর সেটার সঙ্গে মানিয়ে যায় সে রকম ওড়না, ব্লাউজ ও অন্য সবকিছু সে বানিয়ে দিয়েছে। আমি যে গয়না পরেছি, সেটাও ৫০ বছর আগের নকশা করা।’’
উল্লেখ্য, এটি তানজিকার দ্বিতীয় বিয়ে। এক যুগ আগে তানজিকা বিয়ে করেছিলেন স্থপতি এনামুল করিম নির্ঝরকে। তাঁদের সেই দাম্পত্য সম্পর্ক কয়েক বছর টিকেছিল।
You must be logged in to post a comment.