বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ১২:৪০ অপরাহ্ন

‘মায়া’ নিয়ে মুখ খুললেন পূজা চেরি

ফোরাম প্রতিবেদক / ১৭৯ জন দেখেছেন
আপডেট : ফেব্রুয়ারি ২৬, ২০২৩
‘মায়া’ নিয়ে মুখ খুললেন পূজা চেরি
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

কয়েকদিন আগেই নিজের ভুল বুঝতে পেরে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কাছে ক্ষমা প্রার্থনা করেন হালের ক্রেজ অভিনেত্রী পূজা চেরি। তারপরই গুঞ্জন শুরু হয়, এ সিদ্ধান্তের জন্য ঢালিউড সুপারস্টার শাকিব খানের থেকে দূরত্বে চলে গেলেন অভিনেত্রী। সরকারি অনুদানের ‘মায়া’ সিনেমায় নায়িকা হিসেবে তার নাম ঘোষণা করেছিলেন অভিনেতা। এবার এ বিষয়ে খোলামেলা কথা বললেন পূজা।

অভিনেত্রী বলেন, ‘কিছু অনলাইনে দেখছি “মায়া” সিনেমায় আমার নাম। সবাইকে জানাচ্ছি, মায়া সিনেমা নিয়ে আমার সঙ্গে কোনো প্রকার চুক্তি হয়নি। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রাথমিকভাবে আমার সঙ্গে কথা হয়েছিল। কিন্তু আমি মায়া সিনেমাটি করছি না।’

পূজা আরও বলেন, ‘যদি গল্প পছন্দ হয় তবে আমি অবশ্যই অভিনয় করব। আমার কাছে সহশিল্পীর থেকে গল্প বেশি গুরুত্বপূর্ণ।’

রোববার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে সাতটায় ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক স্ট্যাটাসে এসব কথা বলেন পূজা।

এর আগে গত ২০ ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়ায় জাজের কাছে ক্ষমা প্রার্থনা করে পূজা লেখেন, ‘আমার ১৪ বছর বয়সে জাজ আমাকে নায়িকা হিসেবে লঞ্চ করে। আমি জাজেরই সৃষ্টি, জাজেরই মেয়ে। আগে মনে করতাম জাজ মানে শুধুই জাজ। কিন্তু আসলে জাজ মানে আব্দুল আজিজ ভাইয়া, খোকন ভাইয়া, বাপ্পি ভাইয়া, মাহি আপু, ফারিয়া আপু, রোশান, সিয়াম, সৈকত নাসির ভাইয়া, রাফি ভাইয়াসহ আরও অনেকে মিলেই জাজ। আমার অল্প বয়সের কারণে আমি একটি ভুল করেছি। আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। আমাকে আপনাদের ছোট বোন ও সহকর্মী হিসেবে ক্ষমা করবেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান