এক মাসের ব্যবধানেই স্বামীর বিরুদ্ধে করা মামলা তুলে নিয়ে স্বামীর ঘরে ফিরেছেন মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিন। বর্তমানে স্বামীকে নিয়ে একসঙ্গে থাকছেন তিনি। দুজনেই মনোযোগী হয়েছেন সংসারে।
সম্প্রতি সারিকা জানান, বিষয়টি নিয়ে দুই পরিবার বসেছিল। রাহি ক্ষমা চেয়েছে এবং একসঙ্গে থাকার কথা বলেছে। আর আমি তাকে ভালোবাসি। এ কারণে মামলা তুলে নিয়েছি।
বিচ্ছেদ ভালো কিছু নয় উল্লেখ করে তিনি আরো বলেন, আমাদের সুন্দর সমাধানে বেশি ভূমিকা রেখেছেন আমার শ্বশুরবাড়ির মানুষ। এখন একসঙ্গে থাকার চেষ্টা করছি। বর্তমানে রাহির বাসায় আছি।
২০১৪ সালে মাহিম করিম নামে এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ে হয়েছিল সারিকার। ২০১৬ সালে বিচ্ছেদের মাধ্যমে ওই সংসারের সমাপ্তি ঘটে। এরপর ২০২২ সালের ২ ফেব্রুয়ারি ব্যবসায়ী রাহীকে বিয়ে করেন তিনি। প্রথম সংসারে সেহরিশ আনায়া নামে কন্যাসন্তান রয়েছে সারিকার।
You must be logged in to post a comment.