২০১২ সালে দক্ষিণ আফ্রিকার এক ব্যবসায়ী ও তার শ্বশুরকে নিগ্রহ করার অভিযোগ ওঠে বলিউড অভিনেতা সাইফ আলী খানের বিরুদ্ধে। প্রায় ১১ বছরের পুরনো এ অভিযোগ গড়াল আদালত পর্যন্ত। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এ তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদমাধ্যমে বলা হয়েছে, ২০১২ সালের ২২ ফেব্রুয়ারি তাজ হোটেলে প্রবাসী ভারতীয় ব্যবসায়ী ইকবাল মীর শর্মা ও তার শ্বশুরকে নিগ্রহ করেন সাইফ ও তার দুই বন্ধু। অভিনেতাসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেন নিগৃহীত ব্যবসায়ী। পরে অভিযোগের ভিত্তিতে আটক করা হয় সাইফ ও তার দুই বন্ধুকে। পরে জামিনে মুক্ত হন তারা।
এ ঘটনার ১১ বছর পরে আদালতে উঠতে চলেছে ওই মামলা। ইতোমধ্যেই একাধিক বিতর্কের জেরে ‘আদিপুরুষ’ ছবির প্রচারে থাকছেন না অভিনেতা সাইফ আলী খান। তার উপরে যোগ হল এক দশক পুরনো এই মামলার অস্বস্তি।
You must be logged in to post a comment.