এক শ্রেণির মানুষের দুর্লভ বৈশিষ্ট্যের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘কাঠগোলাপ’। সিনেমাটি নির্মাণ করছেন তরুণ নির্মাতা সাজ্জাদ খান; গেল ১৬ অক্টোবর থেকে ঢাকার উত্তরায় সিনেমাটির শুট শুরু হয়েছে।
পরিচালক বলছেন, ‘ট্যাবু ভাঙার গল্প এটি। সম্পর্কের ক্রাইসিসের গল্পও। আবার প্রেমের গল্পও বলা যায়। তবে তথাকথিত প্রেমের গল্প নয় এটি। এমন বিষয় নিয়ে দেশে বা দেশের বাইরে খুব বেশি চলচ্চিত্র নির্মাণ হয়নি।’
পরিচালকের বাড়িতে গিয়ে স্কার্ট তুলে দেখাতে হয়: রানি
সিনেমাটিতে অভিনয় করছেন তিন অভিনেত্রী দিলরুবা দোয়েল, কেয়া ও মেঘলা মুক্তা। আরও আছেন রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, জামশেদ শামীম, কুন্তল বুকি, শিল্পী সরকার অপু, সুজন হাবিবসহ অনেকেই।
প্রায় এক দেড় বছর গবেষণা করে সিনেমাটির গল্প ও চিত্রনাট্য করেছেন অপূর্ণ রুবেল। গল্পে তিন নায়িকার একজন সংসার করেন, একজন করপোরেট চাকরি করেন, একজন শিক্ষক। ভিন্ন পেশায় থাকলেও তিন জনের ক্রাইসিসগুলো এক ও অভিন্ন। সেই ক্রাইসিস নিয়েই নানা নাটকীয়তা পর্দায় দেখানো হবে বলে জানালেন চিত্রনাট্য ও গল্পকার।
কলকাতায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে থাকবে যেসব চলচ্চিত্র
অপূর্ণ রুবেল বলছেন, ‘তিন নায়িকা হলেও আসলে এটা নারীকেন্দ্রিক গল্প নয়। যেহেতু ক্রাইসিসের কাহিনি আছে, এর সঙ্গে নারীর একটা যোগসূত্র আছে গল্পে। মানবমনের যে জটিলতার গল্পে বেঁধেছি, এই বিষয় নিয়ে সিনেমা খুব বেশি হয়নি।’
নির্মাতা বলছেন, আগামী বছর মুক্তি পাবে ‘কাঠগোলাপ’। তার আগে বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘুরে আসার পরিকল্পনা রয়েছে।
You must be logged in to post a comment.