নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে শোকজ করা হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) মানিকগঞ্জ-২ নির্বাচনি অনুসন্ধান কমিটির কর্মকর্তা যুগ্ম জেলা ও দায়রা জজ রেমিন সুলতানার সই করা এ সংক্রান্ত একটি চিঠি মমতাজকে পাঠানো হয়েছে।
শোকজের চিঠিতে সোমবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টায় নির্বাচন কমিশনের (ইসি) গঠন করা নির্বাচনি অনুসন্ধান কমিটির কাছে সশরীরে উপস্থিত হয়ে অথবা মনোনীত প্রতিনিধির মাধ্যমে এ শোকজের জবাব দিতে বলা হয়েছে।
২০১৪ সালে অনুষ্ঠিত দশম, ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ এবং দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে তৃতীয় বারের মতো নৌকা প্রতীকে নির্বাচন করছেন মমতাজ বেগম।
উল্লেখ্য, জেলার সিংগাইর, হরিরামপুর উপজেলা এবং মানিকগঞ্জ সদর উপজেলার ৩টি ইউনিয়ন নিয়ে গঠিত মানিকগঞ্জ-২ আসন।
You must be logged in to post a comment.