টেলিভিশন নাটকের নন্দিত অভিনেত্রীদের মধ্যে একজন বিজরী বরকতুল্লাহ। দীর্ঘদিন ধরেই দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন। অনবদ্য অভিনয় বিভিন্ন সময় নানা ধরনের গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে তাকে। আর অভিনয়ের মাধ্যমে মুগ্ধতা ছড়িয়েছেন দর্শকমহলে। আপন মহিমায় এখনো কাজ করে যাচ্ছেন এ অভিনেত্রী।
বিজরী বরকতুল্লাহ সোশ্যাল মিডিয়ায়ও বেশ সক্রিয়। সেখানে প্রায়ই বিভিন্ন বিষয়ে নিজের মতামত প্রকাশ করে থাকেন। নিজের কাজ এবং ব্যক্তিজীবন নিয়েও কথা বলতে দেখা যায় তাকে। তবে এবার নাম উল্লেখ করা ছাড়া কোনো একজনকে ‘মানসিক বিকারগ্রস্ত, অপ্রকৃতস্থ’ বলে উল্লেখ করেছেন তিনি।
এ অভিনেত্রী ঠিক কাকে উদ্দেশ করে এমনটা লিখেছেন, তা জানাননি। ফলে এ নিয়ে আগ্রহের সৃষ্টি হয়েছে নেটিজেনদের মনে। কিন্তু এ ব্যাপারে কোনো কথা বলেননি অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ।
গত ৩০ সেপ্টেম্বর ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘যিনি নিজ প্রচারের ক্ষেত্রে অযথাই অত্যাধিক প্রাধান্য পেতে চান, তিনি ক্যামেরা দেখলেই যেচে অবলিলায় অনেক কথাই বলেন সত্য-মিথ্যা মিলিয়ে। তিনি মানসিকভাবে বিকারগ্রস্ত, অপ্রকৃতস্থ ও স্থিতিশীল নন। কিন্ত কিছু ভিউ বাণিজ্যের আশায় যিনি তার কথা যাচাই-বাছাই ছাড়াই তা গণমাধ্যমে প্রচার করেন, তিনি সম্মান হরণকারী, তথাকথিত প্রগতিশীল ও অপপ্রচারকারী।’
অভিনেত্রীর এই স্ট্যাটাসে অনেকেই মন্তব্যের ঘরে মূল বিষয়বস্তু জানতে চেয়েছেন। তাতে অবশ্য খানিকটা নীরব ভূমিকাতেই দেখা গেছে বিজরী বরকতুল্লাহকে। ফলে সেখানে নেটিজেনরা তাদের মতো করে বিভিন্ন তারকাকে ইঙ্গিত করে কথা বলছেন।
You must be logged in to post a comment.