তুর্কি পপস্টার গুলসেনকে গ্রেফতার করেছে তুরস্কের পুলিশ। মাদ্রাসা নিয়ে মঞ্চে বিতর্কিত মন্তব্য করার ঘটনায় ইস্তাম্বুলের প্রসিকিউটর তার বিরুদ্ধে ‘মানুষকে ঘৃণা ও শত্রুতায় প্ররোচিত’ করার অভিযোগে তদন্ত শুরু করেন। বৃহস্পতিবার (২৫ আগস্ট) তাকে গ্রেফতার করা হয়।
৪৬ বছর বয়সী গায়ক গুলসেন বায়রাকতার কোলাকগলুকে বৃহস্পতিবার (২৫ আগস্ট) তার ইস্তাম্বুলের বাড়ি থেকে আটকের পর আদালতে হাজির করা হয়।
পরে একজন বিচারক তাকে তদন্তের স্বার্থে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন। এপ্রিল মাসে একটি কনসার্টে ইমাম হাতিপ মাদ্রাসা বিরূপ মন্তব্য করেন। তার মন্তব্যের একটি ক্লিপ অনলাইনে ভাইরাল হয়েছে এবং দেশটির ক্ষমতাসীন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের দল একে পার্টির অনেক সিনিয়র নেতা এতে ক্ষুব্ধ হয়েছেন।
গুলসেন তুরস্কে ব্যাপক জনপ্রিয় এবং তার মামলাটি দেশটিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেন। তিনি বলেন, কয়েক বছর ধরে কাজ করা সহকর্মীদের সঙ্গে আমি একটি কৌতুক করেছি। যারা সমাজকে বিভক্ত করতে চায় তারা এটি প্রকাশ করেছে।
তার আইনজীবী এমেক এমরে বলেছেন গ্রেফতারের বিরুদ্ধে আপিল এবং অবিলম্বে তার মুক্তি চাওয়া হবে। সূত্র: আল জাজিরা
You must be logged in to post a comment.