বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ১২:২১ অপরাহ্ন

মাঠে নেমেই মেসির দুই রেকর্ড

ফোরাম প্রতিবেদক / ৯৫ জন দেখেছেন
আপডেট : নভেম্বর ২২, ২০২২
মাঠে নেমেই মেসির দুই রেকর্ড
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে মাঠে নেমেই দুই রেকর্ড গড়েছেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি। প্রথম আর্জেন্টাইন হিসেবে পাঁচটি বিশ্বকাপ খেলার কীর্তির পাশাপাশি গড়েছেন গোলের রেকর্ড।

এবার নিয়ে পঞ্চমবারের মতো বিশ্বকাপের মতো বড় আসরে খেলছেন মেসি। তিনিই আর্জেন্টিনা ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড়, যিনি পাঁচটি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। এর আগে ম্যারাডোনা আর হাভিয়ের মাচেরানো দেশের হয়ে ৪টি করে বিশ্বকাপ খেলেছেন।

২০০৬ সালে বিশ্বকাপে অভিষেক হয় মেসির। এরপর ২০১০, ১৪ ও ১৮ বিশ^কাপ খেলেন তিনি। ৩৫ বছর বয়সী মেসির সম্ভবত এটাই শেষ বিশ্বকাপ।

মেক্সিকোর কিংবদন্তি গোলকিপার আন্তোনিও কারবাহাল ও সাবেক ডিফেন্ডার রাফায়েল মার্কেজ এবং জার্মানির হয়ে বিশ্বকাপ জেতা ডিফেন্সিভ মিডফিল্ডার লোথার ম্যাথাউসের পর চতুর্থ খেলোয়াড় হিসেবে গড়েছেন সর্বোচ্চ পাঁচটি বিশ্বকাপে খেলার কীর্তি।

এদিন দশম মিনিটে স্পট কিক থেকে গোল কওে আরো একটি রেকর্ড গড়েেেছন মেসি। আর্জেন্টিনার জার্সিতে সর্বোচ্চ চারটি বিশ্বকাপে গোল করার রেকর্ড এখন কেবল তারই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান