বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:৩৮ পূর্বাহ্ন

মাইকেল জ্যাকসনের সাবেক স্ত্রীর মৃত্যু

ফোরাম প্রতিবেদক / ১৫৭ জন দেখেছেন
আপডেট : জুলাই ১৫, ২০২৩
মাইকেল জ্যাকসনের সাবেক স্ত্রীর মৃত্যু
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

ওজন কমাতে গিয়ে সার্জারি করেছিলেন ‘রক এন রোলের রাজা’ খ্যাত মার্কিন শিল্পী এলভিস প্রিসলির একমাত্র কন্যা গায়িকা লিসা মেরি প্রিসলি। আর এতে তাঁর অন্ত্রে সমস্যা দেখা দেয়। এর ফলেই লিসার মৃত্যু হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডিপার্টমেন্ট অব মেডিকেল এক্সামিনার বিভাগ। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

চলতি বছরের জানুয়ারিতে লস অ্যাঞ্জেলেসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৫৪ বছর বয়সী গায়িকা লিসা মেরি প্রিসলি। তিনি বিখ্যাত সঙ্গীতশিল্পী মাইকেল জ্যাকসনের সাবেক স্ত্রী।

তাঁর মৃত্যুর কারণ নিয়ে গত বৃহস্পতিবার এক বিবৃতিতে লস অ্যাঞ্জেলসের ডিপার্টমেন্ট অব মেডিকেল এক্সামিনার বিভাগ জানায়, কয়েক বছর আগে ওজন কমাতে পাকস্থলিতে অপরেশন করানোর পর লিসার অন্ত্রে সমস্যা দেখা দেয়। তাঁর মৃত্যু স্বাভাবিকভাবেই হয়েছে।

লিসা মেরি প্রিসলি ১৯৬৮ সালে ১ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মেমফিসে জন্মগ্রহণ করেন। তাঁর বয়স যখন মাত্র ৯ বছর তখন এলভিস প্রিসলি মারা যান। ২০০৩ সালে অ্যালবাম ‘টু হুম ইট মে কনসার্ন’ দিয়ে নিজের সঙ্গীত জীবন শুরু করেছিলেন লিসা। এরপর ২০০৫ সালে এসেছিল ‘নাউ হোয়াট’। আর দুটোই বিলবোর্ড ২০০ অ্যালবাম চার্টের শীর্ষ ১০-এ নিজের জায়গা করে নিয়েছিল। তাঁর তৃতীয় অ্যালবাম, ‘স্টর্ম অ্যান্ড গ্রেস’ ২০১২ সালে প্রকাশিত হয়।

লিসা চারবার বিয়ে করেছিলেন। পপ তারকা মাইকেল জ্যাকসনকে বিয়ে করেন ১৯৯৪ সালে, প্রথম স্বামী সঙ্গীতশিল্পী ড্যানি কিফের সঙ্গে বিবাহবিচ্ছেদের মাত্র ২০ দিন পর। জ্যাকসনের সঙ্গে ডিভোর্স হয় ১৯৯৬ সালে। পরে ২০০২ সালে অভিনেতা নিকোলাস কেজকে বিয়ে করেন লিসা। এর চার মাস পরেই কেজ বিবাহবিচ্ছেদের আবেদন করেন। চতুর্থ বিয়ে ছিল গিটারিস্ট এবং সঙ্গীত প্রযোজক মাইকেল লকউডের সঙ্গে। যা ভেঙে যায় ২০২১ সালে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান