মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৩:০২ পূর্বাহ্ন

মহাভারতের থিমে বিয়ে করছেন রণদীপ

বিনোদন ডেস্ক / ৭২ জন দেখেছেন
আপডেট : নভেম্বর ২৬, ২০২৩
মহাভারতের থিমে বিয়ে করছেন রণদীপ
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

চলতি মাসেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর রণদীপ হুদা। বেশ কয়েকদিন ধরেই অভিনেতার বিয়ে নিয়ে চলছে জল্পনা। অবশেষে সেই খবরে সিলমোহর দিলেন রণদীপ নিজেই। জানালেন বিয়ের তারিখ। ২৯ নভেম্বর অভিনেত্রী লিন লাইশরামের সঙ্গে সাতপাক ঘুরবেন তিনি।

শুধু কি তাই? অভিনেতা টেনে এনেছেন মহাভারতের সূত্রও। অভিনেত্রী লাইশরাম মণিপুরের মেয়ে। মেইতেই জাতির অন্তর্ভুক্ত তিনি। যদি মহাভারতের অন্দরে ঢুঁ দেওয়া যায় তবে দেখা যাবে এই মহাকাব্যে অর্জুন বিয়ে করেছিলেন মণিপুরের রাজকন্যা চিত্রাঙ্গদাকে। এ যেন সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি। নাই-বা থাকুক রাজা, নাই থাকুক তাঁর রাজ্যপাট, তাতে কী! রণদীপ বিয়ে করছেন তাঁর স্বপ্নের মণিপুরী কন্যাকেই।

বিয়ের চিঠিতে সেই কথাই শেয়ার করে ‌‘সরবজিৎ’খ্যাত অভিনেতা লিখেছেন, ‌‘যেখানে অর্জুন চিত্রাঙ্গদাকে বিয়ে করেছিলেন সেখানেই বিয়ে করছি আমরা… ভীষণ আনন্দের সঙ্গে জানাচ্ছি, মণিপুরের ইম্পফলে আমাদের বিয়ে হবে। আর রিসেপশন হবে মুম্বাইয়ে। সবার ভালবাসা আর আশীর্বাদ চাই।’

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্কে আছেন রণদীপ-লাইশরাম। ২০২১ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে একটি ছবি দিয়েছিলেন অভিনেতা, কিন্তু প্রেমের বিষয়টি তখনও তাঁরা গোপনেই রেখেছিলেন। যদিও অগোচরে তাঁদের যে ঘনিষ্ঠতা বাড়ছে, সেই আভাস পাওয়া যাচ্ছিল। অবশেষে গুঞ্জনকে সত্যি করে এক হচ্ছেন তাঁরা। বিষয়টি জেনে হবু দম্পতিকে শুভেচ্ছায় ভাসিয়েছেন বলিউডের জনপ্রিয় তারকাদের অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান