মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৫তম আসরে মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে জনপ্রিয় চিত্রনায়িকা জয়া আহসান অভিনীত সিনেমা ‘পেয়ারার সুবাস’। যার ইংরেজি নাম ‘দ্য সেন্ট অব সিন’।
নূরুল আলম আতিকের এ সিনেমাটি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে এবারের আসরে। মূল প্রতিযোগিতা বিভাগে ‘পেয়ারার সুবাস’ ছাড়াও বাংলাদেশের আরও ১২টি সিনেমা জায়গা করে নিয়েছে বলে জানিয়েছে উৎসব কর্তৃপক্ষ। এ বিভাগে বাংলাদেশ ছাড়াও রয়েছে ফ্রান্স, রাশিয়া, আর্জেন্টিনা, চীন ও জাপানের সিনেমা।
‘পেয়ারার সুবাস’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া। এছাড়াও রয়েছেন তারিক আনাম খান ও আহমেদ রুবেল।
আগামী ২০ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৫তম আসর। যা চলবে ২৭ এপ্রিল পর্যন্ত।
এর আগে গত বছর মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৪তম আসরে জায়গা করে নিয়েছিল বাংলাদেশের সিনেমা ‘আদিম’। মূল বিভাগে প্রতিযোগিতা ছাড়াও নেটপ্যাক জুরি অ্যাওয়ার্ড জিতেছিলেন পরিচালক যুবরাজ শামীম।
You must be logged in to post a comment.