এবারের বিশ্বকাপে একের পর এক অঘটন ঘটেই চলেছে। নতুন করে অঘটন ঘটিয়ে আবারও আলোচনায় এসেছে আফ্রিকার দেশ মরক্কো। শক্তিশালী পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে তারা।
ফুটবল বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো কোনো আরব ও আফ্রিকান দেশ শেষ চারে পৌঁছেছে। গোটা মরক্কো যেন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শুভেচ্ছায় ভাসছেন মরক্কোর ফুটবলাররা।
এমনকি পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্রিকেটার ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানও মরক্কোকে শুভকামনা জানিয়ে টুইট করেছেন।
টুইট বার্তায় ইমরান খান বলেন, ‘ফুটবল বিশ্বকাপে শক্তিশালী পর্তুগালের বিপক্ষে জয়ের জন্য মরক্কোকে অভিনন্দন। প্রথমবার একটি আরব, আফ্রিকান এবং একটি মুসলিম দল ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে। পরবর্তী ম্যাচগুলোর জন্য তাদের সাফল্য কামনা করছি।’
তিনদিন বিরতি রেখে মাঠে গড়াবে সেমিফাইনালের ম্যাচ। যার প্রথমটিতে মাঠে নামবে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। ১৪ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে নামবে এই দুই দল। এর পরদিনই দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ফ্রান্স ও মরক্কো। ১৫ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ১টায় প্রথমবারের মতো শেষ চারে উঠা আফ্রিকার দলটির বিপক্ষে নামবে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স।
You must be logged in to post a comment.