কাতার বিশ্বকাপে মরক্কোর সঙ্গে হারের পর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। রবিবার(২৭শে নভেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ১ টায় অনুষ্ঠিত ম্যাচটিতে মরক্কোর বিরুদ্ধে পরাজিত হয় বেলজিয়াম।
সে হারের জেরেই বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে কয়েকজন হামলাকারি বেশ কয়েকটি প্রাইভেট কার ভাঙচুর করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার। ব্রাসেলস পুলিশের মুখপাত্র ভ্যান ডে ক্যারে জানিয়েছেন, সংঘর্ষে একজন গুরুতর আহত হয়েছেন।
ব্রাসেলসের মেয়র ক্ষুব্ধ সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। কর্তৃপক্ষ শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তৎপর রয়েছে বলেও জানিয়েছেন তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ব্যবহার করেছে।
প্রসঙ্গত, রবিবার রাতে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মরক্কোর কাছে ২-০ গোলে হেরেছে বেলজিয়াম।
You must be logged in to post a comment.