পর্তুগালকে হারিয়ে কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ আসরের সেমিফাইনালে উঠেছে উত্তর আফ্রিকার দেশ মরক্কো। আগামী বুধবার কাতারের রাজধানী দোহায় ইউরোপীয় পরাশক্তি ফ্রান্সের সঙ্গে দ্বিতীয় সেমির লড়াইয়ে মুখোমুখি হবে মরক্কো।
সেমিফাইনাল পর্বে ফ্রান্সের সঙ্গে মরক্কোর ম্যাচটি যাতে ফুটবলভক্তরা সরাসরি মাঠে গিয়ে উপভোগ করতে পারেন, সেজন্য অতিরিক্ত ৩০টি বিশেষ ফ্লাইট চালু করেছে দেশটির সরকারি বিমান পরিষেবা সংস্থা রয়েল এয়ার মারোক।
মঙ্গল ও বুধবার দোহার উদ্দেশে মরক্কোর বৃহত্তম শহর ও বাণিজ্যিক রাজধানী ক্যাসাবøাঙ্কা থেকে ছেড়ে যাবার কথা এসব ফ্লাইটের। সোমবার এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে কাতারভিত্তিক এয়ারলাইন -রয়েল এয়ার মারোক। তারই প্রেক্ষিতে আজ মঙ্গলবার এরই মধ্যে মরক্কো থেকে যাত্রা শুরু করেছে নির্ধারিত ফ্লাইটগুলো।
কাতার বিশ্বকাপ ২০২২ আসরে যেসব দেশ আফ্রিকার প্রতিনিধিত্ব করেছে, মরক্কো সেসবের মধ্যে অন্যতম। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবারের মতো সেমিফাইনাল পর্বে খেলতে যাচ্ছে আফ্রিকা।
মরক্কোর জনগণরা ‘মারোক’ নামে পরিচিত। বিশ্বকাপ আসরে নিজেদের দলকে সমর্থন করতে বর্তমানে কয়েক হাজার মারোক দোহায় আছেন। সেমিফাইনাল পর্ব উপলক্ষে আরও কয়েক হাজার ফুটবলভক্ত মরক্কো থেকে কাতারে যাবেন বলে ধারণা করা হচ্ছে।
You must be logged in to post a comment.