দুর্গাপূজা শেষ হয়েও রেশ কাটছে না। শনিবার (৮ অক্টোবর) কার্নিভালে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাজির ছিলেন অসংখ্য তারকা। এর মধ্যে একজন হলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। মমতার সঙ্গে ছবিও তোলেন তিনি। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে সেসব শেয়ার করেন টলিউড অভিনেত্রী।
ক্যাপশনে স্বস্তিকা লেখেন, অনেক বছর পর মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হলো। দারুণ ইভেন্ট আয়োজন করেন তিনি। কলকাতা পুলিশও ভালো কাজ করেছে। দিদির লড়াকু ক্ষমতা ও মনোবলের সবসময়ই প্রশংসা করি আমি। তাকে শুভবিজয়ার শুভেচ্ছা জানিয়ে চকোলেট উপহার পেয়েছি। ধন্যবাদ রাজ ছবিগুলো তুলে দেয়ার জন্য।
এরপর থেকেই সমালোচনার শিকার হচ্ছেন স্বস্তিকা। ওই পোস্টের মন্তব্যে একজন লিখেছেন, আপনিও চটিচাটা হয়ে গেলেন। শেষ পর্যন্ত তেল মারলেন।
আরেকজন লেখেন, আমি আপনাকে অত্যন্ত সাহসী ভাবতাম। মনে করতাম সত্য বলার এবং প্রতিবাদ করার সাহস আছে আপনার। কিন্তু এখন দেখছি, আমার ধারণা ভুল। অন্য তাররকাদের মতো মেরুদণ্ডে জোর নেই আপনারও।
সবশেষ ‘শ্রীমতী’ ছবিতে দেখা গেছে স্বস্তিকাকে। তাতে নগ্ন দৃশ্যে অভিনয় করায় কটাক্ষের শিকার হন তিনি।
বামপন্থী অভিনেত্রী শ্রীলেখা মিত্র লিখেছেন, আমার খামতি দিদি। আপনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন সেটা কোথায়। আপনাদের মতো হতে পারলাম না। যখন চাইবেন পায়ের তলার মাটি ঠিক পেয়ে যাবেন। সঠিক আছে।
You must be logged in to post a comment.