টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান অসংখ্য নাটকে কাজ করেছেন। মডেলিংয়েও ব্যাপক জনপ্রিয় এই অভিনেত্রী সম্প্রতি শোবিজ অঙ্গন ছেড়ে দেওয়ার কথা বলেছেন। নতুনদের জন্য তিনি জায়গা ছেড়ে দেবেন এমনটি বলেছিলেন ক্যামেরায়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সম্পর্কের উত্থান-পতন, ব্যক্তিগত জীবন ও শোবিজ অঙ্গনে কাজ করা প্রসঙ্গে কথা বলেছেন। বর্তমান ও অতীতের বিষয়ে অভিনেত্রীকে প্রশ্ন করা হলে অহনা বলেন, ‘আমার কাছে মনে হয় যে আল্লাহ একটা কাজ বন্ধ করলে ১০টা কাজের জায়গা করে দেন। আমার যেহেতু পার্লার ছিল আমার সমস্যা হবে না মিডিয়াতে কাজ না করলেও।’
শোবিজ অঙ্গনে কাজ করা প্রসঙ্গে তিনি জানান, ধীরে ধীরে কাজ কমিয়ে দেওয়া হবে। এরপর ২০২৫ সালে পারত পক্ষে কাজ করা হবে না, আর কাজ করলেও খুব কম করবেন।
কোনো পুরুষ মানুষকে বিশ্বাস করি না উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘আমার মন ভেঙে গেছে তো তাই আর কাউকে বিশ্বাস করতে পারি না। আমি কোনো পুরুষ মানুষকে বিশ্বাস করি না। কেন জানি মনে হয় আমার ক্ষেত্রে প্রত্যেকটা মানুষ স্বার্থপর।’
মন ভেঙে যাওয়ার তাঁর ভাষ্য, ‘একবার এত বাজে ভাবে মন ভেঙেছে। এরপর উঠে দাঁড়াতে আমার কষ্ট হচ্ছে। আমি একা উঠে দাঁড়াতে চাই।’
সম্প্রতি তাঁর অভিনীত ‘প্রবাসীর স্ত্রী’ নামের একটি নাটক বেশ সাড়া ফেলেছে। সব যখন ভালোই চলছে তখন এই অভিনেত্রী আর অভিনয়ে নিয়মিত হতে চাইছেন না।
You must be logged in to post a comment.