শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১০:৪৫ অপরাহ্ন

মনোনয়নপত্র কিনলেন গায়িকা ডলি সায়ন্তনী

বিনোদন প্রতিবেদক / ৭৬ জন দেখেছেন
আপডেট : নভেম্বর ২৮, ২০২৩
মনোনয়নপত্র কিনলেন গায়িকা ডলি সায়ন্তনী
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক দল বিএনএমে (বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন) যোগ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। একইসঙ্গে এ নির্বাচনে অংশ নিতে দলটি থেকে ইতোমধ্যে মনোনয়নপত্রও সংগ্রহ করেছেন এই গায়িকা।

গেল ২৬ নভেম্বর বিএনএম থেকে পাবনার একটি আসনে নির্বাচনের জন্য মনোনয়নপত্র নেন ডলি সায়ন্তনী। এরপর সোমবার (২৭ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনএম এর কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেন তিনি।

ডলি সায়ন্তনী বলেন, পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনটি আমার দাদার বাড়ি। আমি এতদিন শিল্পী হিসেবে মানুষের ভালোবাসা পেয়েছি। এবার নিজ এলাকার জন্য কিছু করতে চাই। আর এবারই আমি প্রথম রাজনৈতিক কোনো দলে যোগ দিলাম।

বিএনএম’র মহাসচিব ও মুখপাত্র ড. মো. শাহ্জাহান দলটির পক্ষ থেকে জানান, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে পরপর দুইবারের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য এস এম শাফি মাহমুদ, ডলি সায়ন্তনী, অন্তর শোবিজের স্বপন চৌধুরী, চৌধুরী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কর্ণধার মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীসহ ১০ জন যোগ দিয়েছেন বিএনএমে।

তিনি আরও জানান, আসন্ন এ নির্বাচনকে সামনে রেখে এ পর্যন্ত ৪৬৬টি দলীয় মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে তাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান