শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ১০:৫৪ পূর্বাহ্ন

মনীষার কাছে এলো কেটের বার্তা

বিনোদন ডেস্ক / ২০ জন দেখেছেন
আপডেট : অক্টোবর ৩০, ২০২৪
মনীষার কাছে এলো কেটের বার্তা
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

সম্প্রতি ‘হীরামান্ডি’ সিরিজ়ে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। এ বার ব্রিটেনের যুবরানি কেট মিডলটনের তরফ থেকে বার্তা এল মনীষার কাছে। ২০১২ সালে জরায়ু ক্যানসারে আক্রান্ত হন মনীষা কৈরলা। দীর্ঘ সময় অভিনয় থেকে দূরে ছিলেন। কর্কট রোগে আক্রান্ত হওয়ায় শরীরের পাশাপাশি মানসিক ভাবেও ভেঙে পড়েছিলেন মনীষা। একাকিত্ব গ্রাস করেছিল তাঁকে। দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হয়ে ফের কাজে ফিরেছেন সম্প্রতি। ‘হীরামান্ডি’ সিরিজ়ে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। এ বার মনীষার কাছে বার্তা এল ব্রিটেনের যুবরানি কেট মিডলটনের কাছ থেকে।

চলতি বছর মার্চ মাসে খবর আসে কেটও ক্যানসারে আক্রান্ত। যুবরানি নিজেই জানিয়েছিলেন, তাঁর কেমোথেরাপি চলছে। তার আগে বহু দিন তিনি ছিলেন লোক চক্ষুর অন্তরালে। রাজপরিবারে কেট একা নন। রাজা তৃতীয় চার্লসেরও ক্যানসার ধরা পড়েছে। তবে শরীরের কোন অংশে ক্যানসার, তা জানা যায়নি। চার্লসকে গত এপ্রিলেই চিকিৎসকেরা শরীর নিয়ে সবুজ সঙ্কেত দিয়েছিলেন।

জানা গিয়েছে, কেটের স্বাস্থ্যেরও উন্নতি হয়েছে, কিন্তু চিকিৎসা চলবে। যুবরানির কর্কট রোগে আক্রান্ত হওয়ার কথা জানতে পারার পরই নাকি তাঁর সঙ্গে যোগাযোগ করতে চাইছিলেন বলিউডের অভিনেত্রী। মনীষা নিজেও নেপাল রাজপরিবারের সদস্য। অবশেষে যোগাযোগ হল দুই ক্যানসার-যোদ্ধার। যুবরানির তরফ থেকে এল বার্তা।

সম্প্রতি মনীষা এক সাক্ষাৎকারে বলেন, ‘‘অনেক দিন ধরেই ওঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলাম। অবশেষে যুবরানি তরফ থেকে বার্তা পেলাম।’’ যদিও দু’জনের মধ্যে কী কথা হয়েছে তা খোলসা করেননি অভিনেত্রী।
সূত্র: আনন্দবাজার পত্রিকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান