সিনে জগতে এমন অনেক ঘটনা ঘটে যা রহস্যই থেকে যায়। শুধু পর্দায় নয়, গল্প চলে পর্দার বাইরেও। কখনও ছড়িয়ে যায় তারকাদের মধ্যে ভুয়া খবর। আবার, কখনো কখনো তারকাদের ভুয়া মৃত্যুর খবরও ছড়িয়ে পড়ে।
সম্প্রতি ছড়িয়ে পড়েছিল অভিনেত্রী-মডেল পুনম পাণ্ডের ভুয়া মৃত্যুর খবর। তবে, পুনমই প্রথম নন, এর আগেও ছড়িয়েছে অভিনেত্রীর মৃত্যুর খবর।
প্রায় ৩০ বছর আগে ঠিক একই ভাবে ঘটনাটা ঘটে। ১৯৯৪ সালে অভিনেত্রী মণীষা কৈরালার ভুয়া মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। আর এর নাটের গুরু ছিলেন নির্মাতা মহেশ ভাট।
মহেশ ভাটের পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘ক্রিমিনাল’ নামের একটি ছবি। এর প্রচারের উদ্দেশ্যেই সিনেমার নায়িকার মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে দিয়েছিলেন মহেশ ও তাঁর ভাই মুকেশ ভাট।
রীতিমতো খবরে বিজ্ঞাপন দিয়ে অভিনেত্রী মনীষা কৈরালাকে ‘মৃত’ ঘোষণা করা হয়।
জানা যায়, সেই সময় মনীষার ক্যারিয়ার ঊর্দ্ধমুখী। সেই সময় মনীষা, নাগার্জুন ও রম্যাকে নিয়ে একটি ক্রাইম ঘরানার ছবি তৈরি করেন মহেশ ভাট। ছবিতে নাগার্জুনের স্ত্রীয়ের চরিত্রে দেখা যায় মনীষাকে। তবে ছবিতে তাঁকে খুব বেশিক্ষণ পর্দায় দেখা যায়নি। কারণ, গল্পে খুন হয়ে যায় অভিনেত্রীর চরিত্রটি। সেই সময় ছবির প্রচার-পরিকল্পনার অংশ হিসেবে মহেশ কাগজে বিজ্ঞাপন দিয়ে মনীষাকে মৃত ঘোষণা করেন। সেই খবরে বেশ চাঞ্চল্য ছড়িয়েছিল। শেষে সত্য প্রকাশ্যে আসতেই নিন্দার মুখে পড়তে হয় পরিচালককে। এফআইআরও দায়ের করা হয় আলিয়া ভাটের বাবার নামে।
You must be logged in to post a comment.