নানা পাটেকর তাঁর কাজের জন্য সবসময়ই খবরে থাকেন। কিন্তু, একটা সময় ছিল যখন অভিনেতা তাঁর ব্যক্তিগত জীবনের কারণে লাইমলাইটে ছিলেন। অভিনেত্রী মনীষা কৈরালার সঙ্গে সম্পর্কের কারণেও তিনি চর্চায় উঠে এসেছিলেন। কী কারণে সম্পর্ক ভেঙেছিল তাঁদের? ডিভোর্স না দিয়েও মনীষার সঙ্গে সম্পর্ক গড়েছিলেন নানা পাটেকর!
নানা পাটেকর বরাবরই তাঁর চটকদার স্বভাবের জন্য ভক্তদের মধ্যে লাইমলাইটে থাকেন। আজও ভক্তেরা তাঁকে বড় পর্দায় দেখতে আগ্রহী। কিন্তু, একটা সময় ছিল যখন নানা পাটেকর তাঁর ব্যক্তিগত জীবনের কারণে লাইমলাইটে ছিলেন। অনেকেই নানা পাটেকর এবং অভিনেত্রী মনীষা কৈরালার সম্পর্কের কথা জানেন। ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘অগ্নিসাক্ষী’ সিনেমার শ্যুটিংয়ের সময় নানা পাটেকর এবং মনীষার মধ্যে প্রেম প্রকাশ্যে আছে।
মনীষা ও নানা পাটেকরেরও বয়সের বড় ব্যবধান ছিল অনেকটাই। নানা পাটেকরের থেকে প্রায় ২০ বছরের ছোট ছিলেন মনীষা। তখন নানা পাটেকর বিবাহিত। কিন্তু, তখন স্ত্রীর সঙ্গে থাকছিলেন না নানা পাটেকর। স্ত্রীর থেকে আলাদা হয়ে গেলেও নানা পাটেকর ডিভোর্সের জন্য প্রস্তুত ছিলেন না। এমনও শোনা যায় নানা পাটেকর তাঁর স্ত্রীকে ডিভোর্সের পর মনীষাকে বিয়ে করতে রাজি ছিলেন না।
শুধু তাই নয়, নানা পাটেকর মনীষারই ঘনিষ্ঠ ছিলেন। তবে মনীষা তাঁর পছন্দের পোশাক পরতেন না, তাই নিজেদের মধ্যে মারামারিও করতেন। মনীষা সিনেমায় তাঁর সহ-অভিনেতার সঙ্গে একটি ঘনিষ্ঠ দৃশ্য শ্যুট করার পরে, নানা পাটেকর বিষয়টির বিরোধিতা করতেন। এর জেরে দু’জনের মধ্যে লাগাতার মারামারি লেগেই থাকত বলেও দাবি করা হয়।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, অভিনেত্রী আয়েশা জুলকারের সঙ্গে নানা পাটেকরকে দেখেছিলেন মনীষা। এরপরেই নানা পাটেকরের সঙ্গে সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নেন এই অভিনেত্রী। মনীষার সঙ্গে ব্রেক আপের পর নানা পাটেকর বড়সড় সিদ্ধান্ত নেন। যা আজও আলোচনায়।
নানা পাটেকর বলেছিলেন, ‘মনীষা খুবই সংবেদনশীল অভিনেত্রী। তাঁকে বুঝতে হবে কার সঙ্গে মিশবেন না। তাঁর কাছে যা আছে, তা-ই অনেক। ওর এখন যা অবস্থা, সেটা ভেবেই আমার চোখে জল আসে। আজ ওর সম্পর্কে আমার কিছু বলার নেই।’
‘ব্রেকআপ জীবনের একটি খুব কঠিন পর্যায়। ব্রেকআপ সামলানোও খুব কঠিন। যিনি ব্রেকআপের যন্ত্রণা ভোগ করেছেন তিনি জানেন কতটা যন্ত্রণা। নানা পাটেকর আরও বলেছিলেন যে এই অনুভূতিগুলি কেবল তিনিই জানেন। নানা পাটেকর ছাড়াও অনেক সেলিব্রেটির সঙ্গে ডেট করেছেন মনীষা। কিন্তু, অভিনেত্রীর সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়নি।
পরবর্তীকালে এক ব্যবসায়ীকে বিয়েও করেন অভিনেত্রী। কিন্তু, দু’ বছরের মধ্যেই তাঁদের ডিভোর্স হয়ে যায়। এরপর আর বিয়ের কথা ভাবেননি এই অভিনেত্রী। আজ মনীষার টাকা-পয়সা সবই আছে। তবু তিনি নিজেকে সবকিছু থেকে দূরে সরিয়ে রেখেছিলেন।
You must be logged in to post a comment.