হিমালয়ের কোলে অবস্থিত লাদাখ, ভারতের সবচেয়ে দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম। সেখানে রয়েছে বিশ্বের সর্বোচ্চ মোটরযোগ্য রাস্তা উমলিং লা। সমতল থেকে এটির উচ্চতা ১৯ হাজার ২৪ ফুট। সম্প্রতি সেখানেই অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক ফ্যাশন শো। ভাইব্রেন্ট লাদাখ ফেস্টিভ্যালের অধীনে সর্বোচ্চ উচ্চতা উমলিং লাতে অনুষ্ঠিত হয়ে গিনেস রেকর্ড করেছে এই ফ্যাশন শো।
এদিকে, সারা বিশ্বের ১২টি দেশের মডেলরা অংশগ্রহণ করেছিলেন এতে। তাঁদের মধ্যে অন্যতম ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৯’ মুকুট জয়ী মডেল-অভিনেত্রী রাফাহ নানজিবা তোরসা। বাংলাদেশের হয়ে সেখানে প্রতিনিধিত্ব করেছেন তিনি। দেশের পতাকা হাতে হেঁটেছেন ১৯ হাজার ২৪ ফুট পাহাড় চূড়ায়।
এমন সাফল্যে আনন্দিত তোরসা। বললেন, ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মতো এমন একটি জায়গায় বাংলাদেশকে নিয়ে যেতে পেরেছি এটা গর্বের। বিজিএমই এতে আমাকে বেশ সহযোগিতা করেছে। এই প্রাপ্তিতে আশা করছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের জনগণ অনেক বেশি খুশি হবেন। আগামীতে দেশের জন্য এবং শোবিজ ও গার্মেন্টস সেক্টরে এমন আরও যেন প্রাপ্তি আনতে পারি এ জন্য সবাই দোয়া করবেন।’
অংশগ্রহণকারী প্রত্যেক মডেলকে গিনেস ওয়ার্ল্ড সার্টিফিকেট প্রদান করা হবে জানিয়ে তোরসা বলেন, ‘বাংলাদেশের হয়ে এই অর্জন ভীষণ ভালো লাগার। কারণ, আমার জানা মতে এবারই প্রথম মডেল-অভিনেত্রী হিসেবে আমার মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে বাংলাদেশ। তাই ভালো লাগাটা একটু বেশিই।’
উল্লেখ্য, লাদাখ আর্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট অ্যালায়েন্সের অংশীদারিত্বে ফ্যাশন শোটি আয়োজনে ছিল লাদাখ স্বায়ত্তশাসিত পার্বত্য উন্নয়ন পরিষদ, ভারতীয় সেনাবাহিনী ও সীমান্ত সড়ক সংস্থা। আয়োজকরা জানিয়েছেন, উমলিং লা ফ্যাশন শোটির উদ্দেশ্য ছিল ‘বসুধৈব কুটুম্বকম’ অর্থাৎ ‘এক বিশ্ব এক পরিবার’।
You must be logged in to post a comment.