বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন

মঞ্চ থেকে পড়ে গেলেন শহীদ কাপুর

বিনোদন ডেস্ক / ৯৮ জন দেখেছেন
আপডেট : নভেম্বর ২২, ২০২৩
মঞ্চ থেকে পড়ে গেলেন শহীদ কাপুর
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

ভারতের গোয়ায় অনুষ্ঠিত হচ্ছে ৫৪তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। প্রতিবারই এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেন বলিউড তারকারা। এবারে এ তালিকায় ছিলেন বলিউড নায়ক শহিদ কাপুর। আর এই উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে মঞ্চ থেকে পড়ে যান শহীদ।

সামাজিক যোগাযোগমাধ্যমে এরইমধ্যে ছড়িয়ে পড়েছে এই দৃশ্যের ভিডিও। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নাচতে নাচতে কখন মঞ্চের কিনারে চলে যান বুঝতে পারেননি তিনি। আর এ কারণে পড়ে যান শহীদ কাপুর। তবে কয়েক সেকেন্ডের মধ্যে দাঁড়িয়ে ফের নাচতে শুরু করেন শহিদ কাপুর।

২০১৯ সালে মুক্তি পায় শহিদ কাপুর অভিনীত ‘কবীর সিং’ সিনেমা। ৬০ কোটি রুপি বাজেটের এ সিনেমা ৩৭৯ কোটি রুপি আয় করে। ৩ বছরের বিরতি নিয়ে ‘জার্সি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরেন শহিদ কাপুর। কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সিনেমাটি।

চলতি বছরের জুনে মুক্তি পায় শহিদ কাপুরের ‘ব্লাডি ড্যাডি’ সিনেমা। এটিও বক্স অফিসে সাড়া ফেলতে ব্যর্থ হয়। বর্তমানে তার হাতে দুটো সিনেমার কাজ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান