অসুস্থ সোনু নিগম। প্রবল যন্ত্রণায় ভুগছেন গায়ক। সোশ্যাল মিডিয়ায় অসু্স্থতার কথা নিজেই জানালেন তিনি। সম্প্রতি পুণে শহরে অনুষ্ঠান করতে গিয়েছিলেন সোনু। সেখানে গিয়েই প্রবল কোমরের যন্ত্রণা শুরু হয় গায়কের। অসম্ভব শারীরিক কষ্টের কথা বলতে গিয়ে গায়ক লিখেছেন, ‘‘ভীষণ কষ্ট হচ্ছে, আজ পর্যন্ত কোনওদিন শোয়ের আগে এমন কষ্ট হয়নি।’’
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে নিয়েছেন সোনু নিগম। সেখানে দেখা গিয়েছে, তিনি বলছেন, তাঁর সঙ্গে কী কী হয়েছে। কিন্তু ভিডিওর প্রথমেই দেখা যাচ্ছে, যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি। আর তাঁর টিম থেকে তাঁকে সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করছেন। কেউ কেউ ম্যাসাজ করে দিচ্ছেন তাঁর পিঠে। কেউ কেউ আবার ধরে রয়েছেন তাঁর দুটো হাত। কিন্তু কী হয়েছে সঙ্গীতশিল্পীর? জানা যাচ্ছে, স্বভাব মতোই মঞ্চে গান গাইতে গাইতে নাচ করছিলেন তিনি। হালকা কিছু স্টেপ তিনি গানের সঙ্গে হামেশাই করে থাকেন। সেটাই করছিলেন। কিন্তু সেই নাচ করতে গিয়েই হঠাৎ শিরদাঁড়ায় চোট লেগে যায় শিল্পীর। এতটাই যে তিনি সোজা হয়ে দাঁড়াতে পর্যন্ত পারছিলেন না। মনে হচ্ছিল কেউ তাঁর শিরদাঁড়ায় সূঁচ ফোটাচ্ছে। কোনওমতে শো শেষ করেন সোনু। মঞ্চ থেকে নেমে আসেন সহকারীদের কাঁধে ভর দিয়ে। আর তারপরেই চলে তাঁর চিকিৎসা। বিভিন্ন স্ট্রেচিংয়ের মাধ্যমে সোনুর মাসলগুলিকে আলগা করার চেষ্টা করা হচ্ছিল। সেই ভিডিওই প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায়।
https://www.instagram.com/p/DFkoY8FB106/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again
তবে সোনু জানিয়েছেন মা সরস্বতীর অনেক কৃপা যে তিনি শো-টা শেষ করতে পেরেছেন। পিঠে ব্যথা নিয়েই গান চালিয়ে গিয়েছিলেন সোনু। যে ভিডিও তিনি শেয়ার করে নিয়েছেন, সেখানে তিনি যা যা কথা বলেছেন, সবটাই বিছানায় শুয়ে। জানা যাচ্ছে আপাতত কিছুদিন বিশ্রাম করতে হবে সঙ্গীতশিল্পীকে। তারপরে আবার তিনি স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারবেন। প্রসঙ্গত, সোনু নিগম বলিউডের অন্যতম ফিট অভিনেতা। তিনি যথেষ্ট শরীরচর্চা করেন। কিন্তু তাঁর পরেও এই চোট কার্যত শয্যাশায়ী করে দিয়েছে তাঁকে। এখনও তাঁর সুস্থ হতে কিছুটা সময় লাগবে।
You must be logged in to post a comment.