বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণি তারকা দম্পতি সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্যের বিয়ে বিচ্ছেদ ভক্তদের চূড়ান্ত হতাশ করেছিল। ২০২১ সালের অক্টোবরে এক যৌথ বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন তারা।
এদিকে সামান্থা-নাগার বিচ্ছেদের পর কেটে গেছে দেড় বছর। এরমধ্যে নাগার জীবনে এসেছে নতুন এক নারী। ‘দ্য নাইট ম্যানেজার’ খ্যাত অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে তার প্রেমের গুঞ্জন এখন সর্বত্র।
এদিকে সম্প্রতি সামান্থাকে দেখা গেছে গলায় মঙ্গলসূত্র পরে। তবে কি, লুকিয়েই ফের গাঁটছড়া বাঁধলেন অভিনেত্রী? এ নিয়ে কৌতূহলের শেষ নেই তার অনুরাগীদের। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
সমাজিক মাধ্যমে সামান্থার মঙ্গলসূত্র পরা ছবি ছড়িয়ে পড়তেই প্রশ্ন উঠতে শুরু করে অভিনেত্রীর প্রেম বিয়ে নিয়ে। তবে এরইমধ্যে বিষয়টি খোলাসা করা হয়েছে। তার অনুরাগীদের আশ্বস্ত করে জানানো হয়, একটি ছবির জন্য চরিত্রের জন্য ‘বিবাহিত’ লুকে ধরা দিয়েছেন সামান্থা। সেকারণেই মঙ্গলসুত্র পরেছেন তিনি।
২০১৭ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন সামান্থা ও নাগা চৈতন্য। কিন্তু সুখ দীর্ঘস্থায়ী হয়নি। বিয়ের ঠিক চার বছর পর সামান্থা নেটিজেনদের আভাস দেন নাগার সঙ্গে তার সম্পর্কে চিড় ধরেছে। প্রথমে পদবী থেকে আক্কিনেনি সরিয়ে দেন তিনি। শেষ অবধি গত ২ অক্টোবর আলাদা হয়ে যায় এই জুটি।
You must be logged in to post a comment.