চোখের পলকে ভোল পাল্টালেন চিত্রনায়ক ওমর সানি। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে একদফা দাবির মুখে টিকতে না পেরে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাপ করে দেশে থেকে পালিয়ে যান শেখ হাসিনা। পাল্টে যাওয়া দেশের পরিস্থিতির মধ্যে পল্টি খেতে খুব বেশি সময় নিলেন না এ অভিনেতা। রাত পোহাতেই বেরিয়ে এলো তার সুবিধাবাদী মনোভাব।
সামাজিক মাধ্যমে ফেসবুকে ওমর সানি লিখেছেন— আলহামদুলিল্লাহ, বিশ্বের ভয়াল স্বৈরতন্ত্রের পতনের প্রথম সকাল। ভীষণ স্নিগ্ধ। এরপর থেকেই নেটিজেনদের তোপের মুখে পড়েন তিনি। মন্তব্যের ঘরে ধেয়ে আসছে একের পর এক কটাক্ষ, যা ভাষায় প্রকাশ করার মতো নয়।
এতদিন আওয়ামী লীগের তোষামোদ করেছেন ওমর সানি-মৌসুমী দম্পতি। দলটির সংসদ সদস্য হওয়ার জন্য মনোনয়নপত্র নিয়েছিলেন। কিন্তু তার আশা পূরণ হয়নি। আগস্ট মাসের ২ তারিখে মৌসুমী-ওমর সানির বিবাহবার্ষিকী। কিন্তু আওয়ামী লীগ শাসিত সরকার এই মাসটিকে শোক পালন করে বলে তারা কোনো আয়োজন করেন না এ দিন।
২০১৭ সালে এক সাক্ষাৎকারে ওমর সানি বলেছিলেন— শোকের মাসে আমোদ-ফুর্তি না করাই ভালো। সেজন্য আমরা সংযত রয়েছি। প্রতি বছরই চেষ্টা করি ঘরোয়া পরিসরে নিজেদের বিশেষ দিনটিকে স্মরণ করতে। হইচই করে কোনো আয়োজন থাকছে না। মৌসুমী এখন আমেরিকায় অবস্থান করছেন। আর দেশেই আছেন ওমর সানি।
You must be logged in to post a comment.