মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৩:০২ অপরাহ্ন

ভোট বর্জন করে যা বললেন গায়িকা ডলি সায়ন্তনী

বিনোদন প্রতিবেদক / ৪২ জন দেখেছেন
আপডেট : জানুয়ারি ৭, ২০২৪
নৌকার সমর্থকরা প্রচুর জাল ভোট দিচ্ছে: ডলি সায়ন্তনী
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়া, জাল ভোট দেয়া, নৌকার সিল দেখিয়ে নৌকা মার্কায় ভোট দেয়াসহ নানা অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন পাবনা-২ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের প্রার্থী সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। রোববার (৭ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান এ গায়িকা।

নোঙর প্রতীকের প্রার্থী ডলি সায়ন্তনী বলেন, ভোটকেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেয়া হয়েছে। ভোটারদের নৌকা প্রতীকে সিল মারার জন্য বাধ্য করা হচ্ছে। আমি নিজ হাতে ধরেছি কয়েক জনকে। প্রিজাইডিং অফিসারের কাছে এ ব্যাপারে অভিযোগ দেয়ার পরও কোনো প্রতিকার পাইনি। তারপর ভোট বর্জন করেছি।

এর আগে এদিন সকাল সাড়ে ১০টার দিকে সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজে লাইভে এসে এ গায়িকা বলেন, অধিকাংশ কেন্দ্রেই নৌকার পক্ষে জোরপূর্বক ভোট নেয়া হচ্ছে। গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নামের একটি কেন্দ্রে সকাল ১০টার মধ্যেই ব্যালট বাক্স ভর্তি হয়ে গেছে। এভাবে চললে এটাকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বলা যায় না। আমরা এমন ভোট বন্ধ চাই। সব জায়গায় নৌকার লোকজন জাল ভোট দিচ্ছে। সব জায়গায় আমি গিয়ে নিজে হাতে ধরেছি।

এ ব্যাপারে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মু. আসাদুজ্জামানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে কোনো বক্তব্য পাওয়া যায়নি তার।

পাবনা-২ আসনের সহকারী রিটার্নিং অফিসার সুখময় সরকার জানান, এ ব্যাপারে আমি কিছু জানি না। তিনি আমার কাছে কোনো ধরনের অভিযোগ করেননি। তিনি যদি কোনো অভিযোগ দেন তাহলে সেটি তদন্ত করে দেখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান