ঢাকার গাবতলীর একসময়ের জনপ্রিয় সিনেমা হল ‘পর্বত’। তবে ডিজিটাল যুগে দেশের অন্যান্য সিনেমা হলের মতোই জৌলুস হারিয়েছে ‘পর্বত’। দীর্ঘদিন বন্ধ পড়ে আছে এটি। তাই এবার সিনেমা হলটি ভেঙে মার্কেট নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সিনেমা হলের মালিক ঢাকাই সিনেমার জনপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের। হল ভেঙে ফেলা হবে খবরের সত্যতা নিশ্চিত করেছেন নিজেই।
এদিকে এ খবরে হতাশ সিনেপ্রেমীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ডিপজলের সমালোচনা। সিনেমার লোকই যদি হল ভাঙেন তবে দেশের সিনেমা কাদের হাত ধরে এগোবে!
তবে ডিপজলের ভাষ্য, অনেকে গোটা বিষয়টা না জেনেই সমালোচনা করছেন। কারণ, পর্বত সিনেমা হল ভেঙে মার্কেট তৈরি হলেও সেখানে সিনেমা হলও থাকবে। সেখানে তিনটি হল নিয়ে তৈরি হবে মাল্টিপ্লেক্স।
চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক বলেন, পর্বত সিনেমা হল ভেঙে ফেলার খবরটি সত্য। দীর্ঘসময় ধরে এই হল বন্ধ। তাই সেখানে মার্কেট নির্মাণ হবে। আর মার্কেটের উপরে তিনটি স্ক্রিন নিয়ে মাল্টিপ্লেক্স নির্মাণ করা হবে। কম খরচে দর্শক যেন হলে সিনেমা দেখতে পারে, সেই পরিকল্পনা করেই নির্মিত হবে হলগুলো।
প্রসঙ্গত, নব্বইয়ের দশকে দেশে প্রায় ১ হাজার ২৫০টি সিনেমা হল ছিল। সেই সংখ্যা কমে এখন দাঁড়িয়েছে দেড় শতে। এর মধ্যে ৬০টি হল দর্শক পাচ্ছে, নিয়মিত সিনেমা চলছে। বাকিগুলোও দর্শকহীনতায় বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে।
You must be logged in to post a comment.