বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১১:০৮ অপরাহ্ন

‘ভূতের মুখে রাম নাম’, শাকিবের মন্তব্যের জেরে বুবলী

বিনোদন প্রতিবেদক / ৪৯ জন দেখেছেন
আপডেট : ডিসেম্বর ৪, ২০২৩
ইচ্ছাকৃতভাবে এই অডিও ছাড়া হয়েছে: বুবলী
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

শাকিব খানের এক সাক্ষাতকারের জেরে এবার কথা বললেন বুবলী। সাক্ষাতকারে বুবলীর সঙ্গে সম্পর্ক নিয়ে শাকিব খান বলেন, এই মহিলার কোন অস্তিত্ব নেই আমার জীবনে। তাকে নিয়ে আমি কেন কথা বলবো।

তিনি আরও বলেন, তার তো এর আগেও অনেক স্ক্যান্ডাল শুনেছি। তার ঘটনাগুলোয় আমি অনেক কিছু আমার ঘাড়ে নিয়েছি। আমার ওপর দিয়ে দোষ গেছে, আমি চুপ করে বসে ছিলাম। তাদের বিরুদ্ধে কখনও কিছু বলতে চাইনি। আজও বলছি না।

শাকিব খানের এসব মন্তব্যের জেরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সোমবার (৪ ডিসেম্বর) সকাল ১০টা ১৬ মিনিটে একটি স্ট্যাটাস দেন বুবলি। শাকিব খানের নাম উল্লেখ না করেই তিনি লিখেছেন, ‘ভূতের মুখে রাম রাম (নাম)। অবশেষে নায়ক সাহেব বরাবরের মতোই ‘ভুয়া গুজব’ সিনেমার প্রধান পরিচালক হিসেবে সামনে আসলেন। অবশ্য এ রকম পরিচালনা তার জন্য নতুন কিছু না। মজার ব্যাপার হচ্ছে নায়ক এবং তার গ্যাংয়ের সদস্যদের আমার নাম নিয়ে শুধু আলোচনায় থাকতে হয়। এদের রিজিকের ব্যবস্থা করছি ভেবে ভালো লাগে।’

প্রসঙ্গত, সম্প্রতি ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলীর সঙ্গে একটি বেসরকারি টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের প্রেমের খবরে সরগরম হয়ে উঠে সামাজিক যোগাযোগমাধ্যম। ওই ব্যবস্থাপনা পরিচালকের স্ত্রীর ফেসবুক থেকেই প্রথমে খবরটি প্রকাশ করা হয়। পরে ফেসবুক হ্যাক হবার অজুহাত দিলেও পরবর্তীতে তার আর অপু বিশ্বাসের একটি কলরেকর্ড ফাঁস হয়। সেই কথোপকথনের বিষয়বস্তু ছিল এমডির সঙ্গে বুবলীর প্রেম।

সে সময় ভারতের বারাণসিতে প্যানইন্ডিয়ান সিনেমা ‘দরদ’র শুটিং করছিলেন শাকিব খান। কাজের ব্যস্ততার মাঝেও তিনি শুনেছেন এসব ঘটনা। তবে এতদিন মুখ খোলেননি তিনি। দেশে ফেরার সপ্তাহখানেক পর বিষয়টি নিয়ে চ্যানেল 24-এর সঙ্গে ফোনে কথা বলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান