মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০১:২৮ অপরাহ্ন

ভূতের খোঁজে পুরনো বাড়িতে শিল্পীরা

বিনোদন প্রতিবেদক / ১০৮ জন দেখেছেন
আপডেট : নভেম্বর ২, ২০২৩
ভূতের খোঁজে পুরনো বাড়িতে শিল্পীরা
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বিশাল জায়গাজুড়ে এক বাড়ি। প্রায় ২০০ বছরের পুরনো। এই বাড়ির মধ্যে রয়েছে প্রাচীন ইমারত, দুটি পুরনো গভীর কুয়া ও বিশাল এক পুকুর। শ্যাওলাধরা রাস্তার চারপাশটা লতা-গুল্মে ভরা। দেখতে একেবারে ভৌতিক। এমনকি সেখানে ভূতের খোঁজেই গিয়েছেন একদল নাট্যকর্মী।

এটি মানিকগঞ্জের বানিয়াজুরী ইউনিয়নের প্রয়াত কাইয়ুম আনসারীর মালিকানাধীন প্রাচীন জজবাড়ি। সেখানেই দৃশ্যধারণ হচ্ছে অনিমেষ আইচের নতুন সিনেমা ‘মায়া’র। যেটি নির্মিত হচ্ছে জনপ্রিয় কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প ‘মায়া’ অবলম্বনে। ভূতুড়ে বাড়ি ও অগণিত ভূতের আনাগোনার দৃশ্যধারণ করতেই দলবল নিয়ে সেখানে গেলেন নির্মাতা।

অনিমেষ আইচ বলেন, ‘গল্পের প্রয়োজনে দরকার ছিল ঠিক এমন একটা বাড়ির। আর সঙ্গে জনাদশেক ভূত। গল্পের সঙ্গে মিলে গেছে শতভাগ, ভূতও জোগাড় করা গেছে; স্থানীয় শিল্পীদের অবয়বে মেকআপ মাখিয়ে।’

নির্মাতা জানান, সিনেমাটিতে অভিনয় করছেন মামুনুর রশীদ, বৃন্দাবন দাস, তানভীর হোসেন প্রবাল, দিব্য, সৌম্য, টাপুর, টুপুর, গোলাম ফরিদা ছন্দা, দীপা, জহির, আলমগীর, এ কে এম আজিজুল ইসলাম, গিনিসহ অনেকে।

পরিচালনার পাশাপাশি ‘মায়া’র চিত্রনাট্য করেছেন অনিমেষ আইচ। সান প্রোডাকশনের ব্যানারে নির্মিতব্য এই সিনেমার দৃশ্যধারণ শুরু হয়েছে বেশ কিছুদিন আগেই। সব ঠিক থাকলে আগামী বছরের শুরুর দিকে এটি মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে দীপ্ত প্লেতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান