শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৩ পূর্বাহ্ন

ভিন্নধর্মী টক শো ৩৬৫ সেকেন্ড রাজনীতি নয়

ফোরাম প্রতিবেদক / ৬৩০ জন দেখেছেন
আপডেট : সেপ্টেম্বর ৩, ২০২০
ভিন্নধর্মী টক শো ৩৬৫ সেকেন্ড রাজনীতি নয়
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

নতুনধারার ভিন্নধর্মী টক শো ‘৩৬৫ সেকেন্ড রাজনীতি নয়’। তবে রাজনীতির মানুষের অংশগ্রহণে তৈরি এ অনুষ্ঠানটির ওই সময়ে রাজনৈতিক তর্কাতর্কি হবে না। সরকারি দল, বিরোধী দল জনপ্রিয় মুখদের অনুষ্ঠানে দেখা যাবে তবে ঘটবে শুধু হাস্য-রসাত্নক ঘটনা। সবার মতো রাজনীতিবিদদেরও রঙিন শৈশব কৈশোরে দস্যিপনা ছিল, তারুণ্যে প্রেম ছিল, রোমান্টিকতা ছিল, অ্যাডভেঞ্চার ছিল। আবার কারও কারও নায়ক-গায়ক কিংবা অভিনতো বা সুপারস্টারও হবার শখ ছিল। আর তাদের এসব বিষয়গুলোকে ফোকাস করেই নতুন এই অনুষ্ঠানটি নির্মিত হয়েছে। অনুষ্ঠানটির গ্রন্থনা ও উপস্থাপনা করছেন শহীদুল আলম সাচ্চু। পরিচালনা করছেন ইফতেখার মুনীম এবং সেহাঙ্গল বিপ্লব। প্রচার হচ্ছে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ১১.৫৪ মিনিটে এবং সন্ধ্যা ৬.৪৫ মিনিটে চ্যানেল আইতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান