প্রতিবছরের মতো এবারও টেলিভিশন দর্শক ফোরাম অব বাংলাদেশ “ভিউয়ার্স চয়েস বেস্ট টেলি অ্যাওয়ার্ড” প্রদান করেছে। দর্শক জরিপে সাত ক্যাটাগরিতে পুরষ্কার পেয়েছে নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন।
রাজধানীর একটি হোটেলে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এদিন বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল।
এ বছর দর্শক জরিপে সেরা চ্যানেল নির্বাচিত হয়েছে নিউজ টোয়েন্টিফোর। এছাড়াও সেরা উপস্থাপক হয়েছেন আশিকুর রহমান শ্রাবণ। সেরা রাজনৈতিক টকশো জনতন্ত্র গণতন্ত্র, সেরা অপরাধ বিষয়ক অনুষ্ঠান টিম আন্ডারকাভার, সেরা স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য সংলাপ, সেরা অর্থনৈতিক টকশো অর্থনীতি ভাবনা পুরষ্কৃত হয়েছে। এছাড়াও বিশেষ জুরি অ্যাওয়ার্ড পেয়েছে ফুড টুরিজম অনুষ্ঠান।
You must be logged in to post a comment.