ভালোবাসা মানে ভালো থাকার শৈল্পিক তাবিজ! তাতে কেউ সুখী, কেউ বিরহী। অনুভূতি যা-ই হোক না কেন, গান সর্বব্যাপী। লালন থেকে রবীন্দ্রনাথ, লেনন থেকে মার্লে—পৃথিবীর তাবৎ শিল্পীই গানে গানে ছড়িয়েছেন ভালোবসার সুর। আজ পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস। সাত-পাঁচ ভেবে ভেবে রোমান্টিক এই দিনটি মাটি করবেন না, ভালোবাসার রং ছড়িয়ে পড়ুক হৃদয়জুড়ে। মেতে উঠুন নতুন গানের ছন্দে—
কষ্ট সেখানে
‘তুমি চলে গেছ, কোনো দুঃখ আমার নেই’—এমন কথায় নতুন গান প্রকাশ করেছেন বাপ্পা মজুমদার। লিখেছেন হাসানুজ্জামান মাসুম। সুর ও সংগীত করেছেন বাপ্পা নিজেই। প্রকাশ পেয়েছে প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেলে।
বোকামন
ইমরানের সুর গাইলেন হাবিব ওয়াহিদ। গানের শিরোনাম ‘বোকামন’। বিষাদগ্রস্ত এই গানের আড়ালে লুকিয়ে রয়েছে গুরু-শিষ্যের ভালোবাসার গল্প। সংগীতশিল্পী হাবিব ওয়াহিদকে গুরু মানেন ইমরান। তরুণ এই তারকার সংগীত পরিচালনার ক্ষেত্রে হাবিবের অবদান অনেক। এবার তাই গুরুর জন্য গান বাঁধলেন জনপ্রিয় গায়ক ইমরান। রঙ্গন মিউজিকের ব্যানারে প্রকাশিত এই গানের গীতিকার রজত ঘোষ, ভিডিও পরিচালনা করেছেন সৈকত রেজা।
সাতটি মাস
নতুন গান উপহার দিলেন ‘পৃথিবীর যত সুখ যত ভালোবাসা’খ্যাত কণ্ঠশিল্পী ন্যান্সি। তাঁর সঙ্গে এই গান গেয়েছেন এহসান রাহী। লিখেছেন রাজু চৌধুরী। শব্দ কারিগরের ব্যানারে প্রকাশিত এই গানে মডেল হয়েছেন ইশশাদ আহমেদ ও জান্নাতুল স্বর্ণা। নির্মাণ করেছেন আল মাসুদ।
আলিঙ্গন
এ ছাড়া আরও একটি গানও প্রকাশ পেয়েছে ন্যান্সির। দ্বৈতভাবে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন ‘চাই না মেয়ে’খ্যাত হৃদয় খান। শফিক তুহিনের কথায় এর সুর-সংগীত করেছেন গায়ক নিজেই। রোমান্টিক ঘরানার গানটি আজ হৃদয় খানের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয়েছে।
এখন নামবে শ্রাবণ
ভিন্নধর্মী এই রোমান্টিক গানটি গেয়েছেন দেবাশীষ সমদ্দার। কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। সংগীত পরিচালনা করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার। মাস্টারিং করেছেন অমিত মল্লিক। শিল্পী তাঁর অকাল প্রয়াত স্ত্রী টেলিভিশন সংবাদ উপস্থাপক ড. এন.কে. নাতাশার স্মৃতির উদ্দেশ্যে গানটি উৎসর্গ করেছন। ভিডিও পরিচালনা করেছেন তরুণ নির্মাতা রনি আহসান। এতে দেবাশীষের সহশিল্পী হিসেবে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া।
ডানে বামে
নতুন গান নিয়ে এলেন ‘নয়া দামান’খ্যাত কণ্ঠশিল্পী মুজাহিদ আবদুল্লাহ মুজা ও দিলশাদ নাহার কণা। শিরোনাম ‘ডানে বামে’। লিখেছেন কণা, মুজা ও বাঁধন। সুর ও সংগীতায়োজন করেছেন মুজা। সম্প্রতি এটি প্রকাশ পেয়েছে মুজার ইউটিউব চ্যানেলে।
প্রাণ সয় না
ভালোবাসা দিবসে নতুন গান প্রকাশ করেছেন সংগীতশিল্পী বেলাল খান। শিরোনাম ‘প্রাণ সয় না’। ফয়সাল রাব্বিকীনের কথায় এর সুর ও সংগীতায়োজন করেছেন নাভেদ পারভেজ। সুর-সংগীতের পাশাপাশি এর মিউজিক ভিডিও নির্মাণেও ছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে চিত্রায়িত এই গানে মডেল হয়েছেন বেলাল নিজেই।
কখনো মনের ভুলে
ভালোবাসা দিবস উপলক্ষে ইমন চৌধুরী গেয়েছেন ‘কখনো মনের ভুলে’। রোহিত সাধুখার লেখা এ গানের সুর-সংগীত করেছেন গায়ক নিজেই। প্রকাশ পেয়েছে তাঁর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। এ ছাড়া ইমনের সংগীতে ‘যাস না মেয়ে আমায় ফেলে’ নামের গান প্রকাশ করেছে চরকি। ‘কাছের মানুষ দূরে থুইয়া’ ওয়েব ফিল্মের গান এটি। গেয়েছেন মাহতিম সাকিব ও নন্দিতা।
ঢাকা
সংগীতশিল্পী এসডি রুবেলের নতুন গান এটি। কামরুল নান্নুর কথায় এর সুর করেছেন মুরাদ নূর। সংগীতায়োজনে ছিলেন মুশফিক লিটু। ভিডিওচিত্র নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন।
খুব আপন করে
প্রযোজনা প্রতিষ্ঠান ফ্যামিলি মিউজিক থেকে প্রকাশিত এ গানে কণ্ঠ দিয়েছেন কর্ণিয়া ও রেহান রাসুল। এন আই বুলবুলের কথায় এর সুর-সংগীত করেছেন রোহান রাজ। এতে মডেল হয়েছেন নাজিয়া বর্ষা ও আদর আহমেদ। ভিডিও পরিচালনা করেছেন রাজু আহমেদ।
আউলা ঝাউলা পোলা
‘আপেল নিয়া ভাবলে কী আর হয় রে নিউটন/ তিন নাম্বার প্রেমের সূত্রে বাঁধতে হয় রে মন’— এমন অন্য ধাঁচের কথামালায় ডুয়েট গানটি গেয়েছেন পুলক অধিকারী-আয়েশা মৌসুমী। সংগীতায়োজন করেছেন সজিব দাস। ভিডিওচিত্রে মডেল হয়েছেন শাকিলা পারভীন- শিমুল। কথা ও সুর করেছেন পুলক নিজেই। ভিডিও নির্মাণে ছিলেন রাজ বিশ্বাস শংকর।
রব জানে সব
‘জানরে’, ‘সখীরে’, ‘ভিতর কান্দে’,‘দরদীয়া’, ‘মন মুনিয়া’, ‘পাগলিরে’সহ অসংখ্য জনপ্রিয় গানের গায়ক এফএ সুমন ভালোবাসা দিবসে হাজির হচ্ছেন নতুন গান নিয়ে। শিরোনাম ‘রব জানে সব’। লিখেছেন গীতিকবি সোহাগ ওয়াজিউল্লাহ। সুর ও সংগীতায়োজন করেছেন এফএ সুমন নিজেই। গানের ভিডিওতে অভিনয় করেছেন মাহিরা, অনিক, ফারহানা ও নীল। আদিল হাসান অভির চিত্রগ্রহণে এটি পরিচালনা করেছেন ইয়াসিন আরাফাত বিহন। সম্পাদনা ও রঙবিন্যাস করেছেন রনি শিকদার জিতু।
অস্থির অনুভূতি
কন্সট্যান্ট ব্যান্ডের নতুন গান এটি। বেজিস্ট আহম্মদ মোস্তফা আকিক বলেন, ‘অজানা এক শূন্যতা যখন মানুষকে প্রতিনিয়ত ঘিরে রাখে,যেই প্রিয় মানুষটার অস্তিত্ব শধু কল্পনার মাঝে বসবাস করে, অনুভব করা যায়, যে থাকে অদৃশ্য হয়ে, কিন্তু অস্থির এক অনুভূতি কাজ করে তার জন্য; ঠিক এমনই এক কল্পনার মানুষকে নিয়ে এই গানের সৃষ্টি।’ আজ সন্ধ্যায় ইউটিউব ছাড়াও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই, অ্যাপেল মিউজিক, সাউন্ড ক্লাউড, গানা, টাচ টিউনে এটি প্রকাশ পাওয়ার কথা রয়েছে।
You must be logged in to post a comment.