শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৮:১৭ পূর্বাহ্ন

‘ভারত-বাংলাদেশ ফিল্মস অ্যাওয়ার্ড’ পেলেন যারা

ফোরাম প্রতিবেদক / ৬৫৬ জন দেখেছেন
আপডেট : অক্টোবর ২২, ২০১৯
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হলো ‘ভারত বাংলাদেশ ফিল্মস অ্যাওয়ার্ড’ (বিবিএফএ)। সোমবার (২১ অক্টোবর) রাতে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে এ আয়োজনে দুই বাংলার নির্বাচিত সেরা তারকাদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।

ভারতের জনপ্রিয় নায়িকা ক্যাটাগরিতে ঋতুপর্ণা সেনগুপ্ত ও বাংলাদেশের জয়া আহসান পুরস্কার পেয়েছেন। আর বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন শাকিব খান ও ভারতের জিৎ।

এক নজরে পুরস্কার :
সেরা চলচ্চিত্র- বাংলাদেশের ‘দেবী’ ও ভারতের ‘নগর কীর্তন’।
জনপ্রিয় চলচ্চিত্র- বাংলাদেশের ‌পাসওয়ার্ড ও ভারতের বোমকেশ গোত্র।
জনপ্রিয় নায়িকা- ঋতুপর্ণা সেনগুপ্ত ও বাংলাদেশের জয়া আহসান।
সেরা প্রধান চরিত্র- অভিনেত্রী হিসেবে পুরস্কার পেয়েছেন বাংলাদেশের জয়া আহসান ও ভারতের পাওলি দাম।
সিনেমার প্রধান চরিত্র- সেরা অভিনেতা হয়েছেন বাংলাদেশের সিয়াম ও ভারতের প্রসেনজিৎ। পপুলার অ্যাকটর অব দ্য ইয়ার- বাংলাদেশের শাকিব খান ও ভারতের জিৎ।
শ্রেষ্ঠ পরিচালক- বাংলাদেশের নাসির উদ্দিন ইউসুফ ও ভারতের সৃজিত মুখার্জি।
সেরা স্ক্রিপ্ট রাইটার- বাংলাদেশের ফেরারী ফরহাদ ও ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়।
সেরা সিনেমাটোগ্রাফার- বাংলাদেশের কামরুল হাসান খসরু ও ভারতের সৃজিত মুখার্জি।
ভিডিও এডিটর- বাংলাদেশের তৌহিদ হোসেন চৌধুরী ও ভারতের সংলাপ ভৌমিক।
সেরা মিউজিক ডিরেক্টর- বাংলাদেশের হৃদয় খান ও ভারতের বিক্রম ঘোষ।
সেরা প্লে-ব্যাক গায়ক (পুরুষ)- ইমরান ও ভারতের অনির্বান ভট্টাচার্য।
সেরা প্লেব্যাক গায়িকা- বাংলাদেশের যৌথভাবে সোমনুর মনির কোনাল ও ফাতেমাতুজ জোহরা ঐশী ও ভারতের নিকিতা নন্দী।
সেরা পার্শ্ব চরিত্রাভিনেতা- বাংলাদেশের ইমন ও ভারতের অর্জুন চক্রবর্তী।
সেরা পার্শ্ব চরিত্র অভিনেত্রী- বাংলাদেশের জাকিয়া বারী মম ও ভারতে সুদীপ্তা চক্রবর্তী।
বিশেষ জুরি অ্যাওয়ার্ড- বাংলাদেশের তাসকিন রহমান ও বিদ্যা সিনহা মীম এবং ভারতের রুদ্র নীল রায় ঘোষ ও আবীর চ্যাটার্জি ও নবনী।

অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল ভারতের জি-বাংলা ও বাংলাদেশের ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান