বুধবার, ১৮ জুন ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন

ভারতে তানভীর মোকাম্মেলের চলচ্চিত্র উৎসব

ফোরাম প্রতিবেদক / ৩৬২ জন দেখেছেন
আপডেট : সেপ্টেম্বর ২০, ২০২২
ভারতে তানভীর মোকাম্মেলের চলচ্চিত্র উৎসব
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেলের চারটি প্রামাণ্যচিত্র নিয়ে আগামী ১২ই অক্টোবর থেকে ১৫ই অক্টোবর ভারতের কর্ণাটকের “ওয়াদিয়া সেন্টার”-য়ে একটি চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। এ উৎসবে তানভীর মোকাম্মেলের “বনযাত্রী”, “অয়ি যমুনা”,“জাপানী বধূ” ও “কর্ণফুলীর কান্না” প্রামাণ্যচিত্রগুলি প্রদর্শিত হবে। উৎসবের শেষ দুই দিন পরিচালক তানভীর মোকাম্মেল উপস্থিত থেকে দর্শকদের প্রশ্নোত্তর পর্বে অংশ নেবেন।

সেন্সর পেল চলচ্চিত্র ‘সাঁতাও’

এরপর বাঙ্গালোরে “বাঙ্গালোর ইন্টারন্যাশনাল সেন্টার”-য়ে ১৭ই অক্টোবর তানভীর মোকাম্মেলের কাহিনীছবি “জীবনঢুলী” প্রদর্শিত হবে এবং চলচ্চিত্র প্রদর্শনীর পরে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। এছাড়াও ১২ই অক্টোবর তানভীর মোকাম্মেল “নাইনটিন ফোরটি সেভেন পার্টিশন ইন মাই ফিল্মস্” শিরোনামে “ক্রিস্ট ইউনিভার্সিটি”-তে একটি বক্তৃতা প্রদান করবেন এবং ১৮ই অক্টোবর “ক্রিস্ট ইউনিভার্সিটি”-তে ওঁর প্রামাণ্যচিত্র “সীমান্তরেখা” প্রদর্শিত হবে।

এসব অনুষ্ঠানে অংশ নিতে তানভীর মোকাম্মেল ১১ই অক্টোবর বাঙ্গালোর যাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান