শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৩৮ অপরাহ্ন

ভারতে এক অভিনেত্রীকে গুলি করে হত্যা

ফোরাম প্রতিবেদক / ৯২ জন দেখেছেন
আপডেট : ডিসেম্বর ২৯, ২০২২
ভারতে এক অভিনেত্রীকে গুলি করে হত্যা
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

ভারতের পশ্চিমবঙ্গে ইশা আলিয়া নামের এক অভিনেত্রীকে গুলি করে হত্যা করেছে ছিনতাইকারীরা। আজ (বুধবার) ভোরে কলকাতার হাওড়ার জাতীয় সড়কে এ ঘটনা ঘটে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যক্তিগত গাড়িতে স্বামী ও সন্তানের সাথে রাচি থেকে কলকাতায় যাচ্ছিলেন ইশা আলিয়া। তার স্বামী প্রকাশ কুমারের দাবি, তাদের গাড়ি সকাল ৬টার দিকে হাওড়ার জাতীয় সড়কের একটি নির্জন জায়গায় থামানো হয়। এসময় একদল ছিনতাইকারী তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে তারা ইশা আলিয়াকে গুলি করে পালিয়ে যায়। আহত ইশাকে দ্রুত উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয়।

এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন প্রকাশ। পুলিশ তাকেও জিজ্ঞাসাবাদ করেছে এবং ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মামলার এজাহারের বরাত দিয়ে এক পুলিশ কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে বলেন, তদন্ত চলছে, হত্যার কারণ এখনই বলা যাচ্ছে না।

উল্লেখ্য, ইশা আলিয়া ঝাড়খন্ডের জনপ্রিয় অভিনেত্রী। তার স্বামী প্রকাশ কুমার একজন চলচ্চিত্র পরিচালক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান