‘ফেলুবক্সী’ সিনেমায় অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এবং অভিনেত্রী পরীমণি। ওপার বাংলার প্রতিম ডি গুপ্তের ছবি ‘চলচ্চিত্রে’র মাধ্যমে টলিউডে আত্মপ্রকাশ করেছেন অপূর্ব। গত ২০ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পায় কলকাতায়। কিন্তু অপূর্ব ও পরীমনি কেউই যেতে পারলেন না সেখানে। আর কারণটি হচ্ছে ভারতের ভিসা না পাওয়া।
পরীমণি কলকাতায় যেতে না পারার কারণে বৃহস্পতিবার বিকেলে এক স্ট্যাটাসের মাধ্যমে লিখেছেন, ‘আগামীকাল ১৭ জানুয়ারি ২০২৫ এ কলকাতায় আমার সিনেমা ‘ফেলুবক্সী’ রিলিজ হবে! আমার কাছে এই ছবিটি অন্যরকম স্পেশাল। কারণ, এটা আমার কলকাতার প্রথম ছবি। ছবি রিলিজ তো নিশ্চয়ই অনেক আনন্দের মুহূর্ত, কিন্তু মন খারাপ হচ্ছে ভীষণ রকম। ভিসা টা হলো নাহ! খুব মিস করছি আমার ফেলুবক্সী টিমের সবাই কে। কান্না পাচ্ছে আমার।’
পরী আরও লিখেছেন, ‘ডানা কাটা পরী বলেই আজ উড়ে যেতে পারি না। যাই হোক, কলকাতা আমি যেতে পারিনি কিন্তু ফেলুবক্সীর লাবণ্য’কে কলকাতার সবাই দেখতে পাবেন আগামীকাল আপনার কাছের সিনেমা হলে। আমি আপনাদের ভালোবাসা পাওয়ার অপেক্ষায় রইলাম……. প্রিয় কলকাতা ভালোবাসা নিও।’
উল্লেখ্য, ‘ফেলুবক্সী’ সিনেমায় লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন পরীমণি। এ সিনেমায় তাদের বিপরীতে অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী। আরও অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার।
দেবরাজ সিনহা পরিচালিত থ্রিলারধর্মী এ সিনেমার শুটিং হয়েছে গত বছরের এপ্রিলে। অপূর্বের কথা ছিল ছবি মুক্তির সময় কলকাতায় থাকবেন, চালাবেন প্রচারণা। কিন্তু ভারত-বাংলাদেশের পরিবর্তিত কূটনৈতিক পরিস্থিতির কারণে ভারতে যেতে পারেননি তিনি।
You must be logged in to post a comment.