বলিউডের জনপ্রিয় তারকা অক্ষয় কুমার ভারতীয় নাগরিক নন। এ কারণে তাকে বরাবরই প্রশ্নের সম্মুখীন হতে হয়। তাকে কটাক্ষ করেন নেটিজেনরা। মূলত কানাডার নাগরিক অক্ষয়।
এবার ভারতের পাসপোর্টের আবেদন করেছেন নিজেই জানালেন বলিউডের এই সুপারস্টার।
গণমাধ্যমকে অক্ষয় জানান, ভারতের পাসপোর্টের জন্য আবেদন করেছি। মনে প্রাণেও একজন ভারতীয় আমি। তবে আমার ভীষণই কষ্ট হয় যে প্রতি মুহূর্তে আমার কাছে ভারতীয় হওয়ার প্রমাণ চাওয়া হয়। আমার স্ত্রী টুইঙ্কেল এবং আমার দুই সন্তান সকলেই ভারতীয়। আমি এদেশের সরকারকে আয়কর দিয়ে থাকি।
তিনি আরও জানান, একসময় যখন আমার একের পর এক ছবি বক্স অফিসে ব্যর্থ হচ্ছিল, ঠিক সেসময় আমি কানাডার নাগরিকত্বের জন্য আবেদন করেছিলাম। সেসময় পরপর প্রায় ১৪টা ছবি ব্যর্থ হয়। এক কাছের বন্ধু রয়েছে যে কানাডায় থাকে, সেসময় ওই আমায় কানাডায় আমন্ত্রণ জানায়, বলে এখানে এসো একসঙ্গে কিছু করা যাবে। তখনই আমি কানাডার নাগরিকত্বের জন্য আবেদন করেছিলাম। তারপর আবার যখন ১৫ নম্বর ছবি সফল হয়, তারপর আর আমি কানাডায় যাওয়ার কথা ভাবিনি। এরপর আর নাগরিকত্ব পরিবর্তন করা হয়নি।
You must be logged in to post a comment.