ভারতীয় চ্যানেল বন্ধে আমাদের দেশের বেশির ভাগ মা-বোনেরাসহ নতুন প্রজন্ম খুবই অসন্তুষ্ট। ভারতীয় চ্যানেলের সিরিয়ালগুলো থেকে ভালো কিছু শেখার ও জানার আছে বলে মনে হয় না। বরং ভারতীয় চ্যানেলের সিরিয়ালগুলো দেখে আমাদের মধ্যে পরকিয়া, কুটনামি, হিংসা, প্রতিশোধ, খুন ও ধর্ষণের প্রবনতা বহুলাংশে বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও মানুষ প্রতিনিয়ত অসামাজিক হয়ে উঠছে। কেননা, সিরিয়াল দেখার সময় বাসায় কোনো মেহমান এলে খুশি হওয়া তো দূরের কথা বিরক্তিতে সকলেই রাগান্বিত হয়ে উঠে।
শাকিবকে কঠিন হুমকি দিলেন ডিপজল
এদিকে আমাদের দেশের টেলিভিশনগুলো দর্শক ও বিজ্ঞাপনের অভাবে দেউলিয়া হয়ে যাওয়ার উপক্রম। এখানেই শেষ নয়, প্রতিবেশি দেশ আমাদের একটি চ্যানেলও তারা সম্প্রচার করে না, আর আমরা তাদের শত শত চ্যানেল অর্থের বিনিময়ে দেখাবো, এটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। ভারতীয় চ্যানেলগুলোতে বিজ্ঞাপন চালানোর জন্য আমাদের দেশের বার্ষিক ক্ষতির পরিমান দুই হাজার কোটি টাকারও বেশি।
সরকার কিন্তু বিদেশি কোনো চ্যানেল বন্ধের নির্দেশ জারি করেনি। সরকার বলেছে, বিদেশি সব চ্যানেলই সম্প্রচার করা যাবো কিন্তু বিদেশি বিজ্ঞাপন দেখানো যাবে না। একটা কথা চির সত্য যে, বাংলাদেশের চ্যানেলগুলির বিজ্ঞাপন প্রচারের কোনো নির্দিষ্ট নীতিমালা না থাকায় এরা বিজ্ঞাপন সন্ত্রাসীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে – যা চরম বিরক্তিকর এবং অসহনীয়। এটার একটা বিহিত হওয়া অতি জরুরি।
পশ্চিমবঙ্গের ওটিটি দর্শকরা বাংলাদেশমুখী!
আমাদের মাঝে যদি এতটুকুও দেশপ্রেম ও দেশত্ববোধ থেকে থাকে তাহলে আমরা কোন যুক্তিতে পরকিয়া, কুটনামী, হিংসা, খুন, ধর্ষণ, শিক্ষাসহ জনগণকে অসামাজিক বানানোর জন্য ভারতীয় চ্যানেল দেখবো?
-লায়ন অ্যাডঃ এম এ মজিদ এর ফেসবুক ওয়াল থেকে নেয়া
You must be logged in to post a comment.