আগামী তেসরা ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে বাংলাদেশি অভিনেত্রী তাসনিয়া ফারিণের প্রথম ভারতীয় সিনেমা ‘আরও এক পৃথিবী’। ভারতের পশ্চিমবঙ্গের এই সিনেমা দিয়েই বড় পর্দায় অভিষেক হচ্ছে ফারিণের।
এ সিনেমার নির্মাতা অতনু ঘোষ। প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ। ফারিণ ছাড়াও অভিনয় করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, অনিন্দিতা বসু, সাহেব চ্যাটার্জি।
সিনেমার প্রচারে এখন ভারতে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশি অভিনেত্রী। যোগ দিচ্ছেন বিভিন্ন অনুষ্ঠান আর শো’তে। পিছিয়ে নেই ভার্চ্যুয়াল মাধ্যমে প্রচারণাতেও। ইস্টাগ্রাম-ফেসবুকে এই সিনেমার পোস্টার, প্রচারের নানা ছবি আর ট্রেইলার পোস্ট করেছেন এই অভিনেত্রী।
ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে সিনেমার খবরের ছবি শেয়ার করে ফারিণ লিখেছেন, “ছবিটি স্বপ্নের, আমাকে স্বপ্নবাজ বলতে আপত্তি করবেন না প্লিজ।“
সিনেমার প্রচারে বর্তমানে কলকাতায় থাকা ফারিণ জানান, মুক্তি পর্যন্ত সেখানেই থাকবেন তিনি। আগামী তেসরা ফেব্রুয়ারি মাল্টিপ্লেক্সসহ পশ্চিমবঙ্গের ৪০টি হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
You must be logged in to post a comment.