ভারতের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা মারা গেছেন। আজ রোববার (২০শে নভেম্বর) দুপুর ১টার দিকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এ তথ্য নিশ্চিত করেছে।
চিকিৎসকরা জানিয়েছেন, ঐন্দ্রিলার মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে কোমায় চলে যান। তাকে ভেন্টিলেশনে রাখা হয় কিন্তু আর জ্ঞান ফেরেনি। সেখানেই মারা যান ২৪ বছর বয়সী এই অভিনেত্রী।
জয় দিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু ইকুয়েডরের
গত ১৪ই নভেম্বর থেকে ঐন্দ্রিলার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। হৃদযন্ত্র বারবার থেমে যাচ্ছিল। শনিবার (১৯শে নভেম্বর) রাত থেকে তার হৃদযন্ত্রে সমস্যা শুরু হয় বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ । এই ধাক্কা সামলাতে পারেননি ঐন্দ্রিলা।
প্রসঙ্গত, সাত বছর আগে শিরদাঁড়ার ক্যানসারে আক্রান্ত হন ঐন্দ্রিলা। সে যাত্রায় ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তিনি। এরপর ফুসফুস ক্যানসারে আক্রান্ত হন। তবে লড়াই ছাড়তে নারাজ ঐন্দ্রিলা। দুই দুইবার জয় করেন ক্যানসার। তবে এবার মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে হার মানতে হলো তাকে।
You must be logged in to post a comment.