মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০১:১৫ পূর্বাহ্ন

ভাড়া বকেয়া, বাসা ছাড়ার নোটিশ পেলেন আলিয়া

ফোরাম প্রতিবেদক / ৮৭ জন দেখেছেন
আপডেট : সেপ্টেম্বর ৯, ২০২৩
ভাড়া বকেয়া, বাসা ছাড়ার নোটিশ পেলেন আলিয়া
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

দাম্পত্য কলহের পর ভেঙেছে বলিউড তারকা নওয়াউদ্দিন সিদ্দিকি ও আলিয়া সিদ্দিকির সংসার। তবে ভরণপোষণের কাজটা এখনও করেন অভিনেতা। আলিয়া থাকছেন দুবাইয়ে। সে বাসার ভাড়া এখন বাকি পড়েছে। আর সে কারণে সেটি ছাড়ার নোটিশ দিয়েছে আরব আমিরাতের সরকার।

দুবাইয়ের যে বাড়িতে ভাড়া থাকেন আলিয়া, ভারতীয় মুদ্রায় তার আনুমানিক ভাড়া প্রায় ৬ লাখ রুপি। সেই ভাড়া মেটাতে পারছেন না অভিনেতার স্ত্রী। সেই কারণে বাড়ি খালি করে দেওয়ার আইনি নোটিশ দিয়েছে দুবাইয়ের রেন্টাল ডিসপিউট সেন্টার।
সন্তাদের নিয়ে বিপাকে পড়া আলিয়া শুক্রবার ভারতীয় দূতাবাসে যোগাযোগ করেন। তাঁর দাবি, ভাড়া বাড়ির চুক্তি নওয়াজের নামে হওয়ার কথা। সেটা না হওয়া পর্যন্ত তিনি ভাড়া মেটাতে পারছেন না।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের মতে, এই আইনি জটিলতায় জড়িয়েছেন নওয়াজও। কারণ বম্বে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এই বাড়ি ভাড়া দেওয়ার কথা অভিনেতার। কিন্তু সেই বাড়ি ভাড়া তিনি না দেওয়াতেই এই বিপত্তি।

কিছু দিন আগেই পরিবারের সঙ্গে দেখা করতে দুবাই উড়ে গিয়েছিলেন অভিনেতা। এছাড়াও এর আগে বাড়ি ভাড়া নিয়ে যখন সমস্যা তৈরি হয়েছিল তখন একটি সাক্ষাৎকারে আলিয়া জানান, আদালতের নির্দেশ অনুযায়ী নওয়াজ সমস্ত রকম আর্থিক সহায়তা করছেন। শুধু বাড়ি ভাড়ার এগ্রিমেন্টটা যদি নাম পরিবর্তিত হয় তবে ভাল হয়। এতেই তাঁর ও সন্তানের সুরক্ষা নিশ্চিত হবে বলে মনে করেন আলিয়া।

প্রসঙ্গত, দাম্পত্য কলহের জেরে একাধিকবার আদালতে যেতে হয়েছে এ দম্পতিকে। এই মুহূর্তে ছেলে ও মেয়েকে নিয়ে দুবাইয়ে থাকেন আলিয়া। সেখানকার স্কুলেই পড়াশোনা করছেন দুই সন্তান। নওয়াজ থাকেন মুম্বাইতে। ‘হাড্ডি’র প্রচারে ব্যস্ত এখন অভিনেতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান