মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০১:৪১ অপরাহ্ন

ভাগ্য ফেরাতে নামের বানান বদলালেন জ্যাকুলিন

ফোরাম প্রতিবেদক / ৭৭ জন দেখেছেন
আপডেট : জুন ২০, ২০২৩
ভাগ্য ফেরাতে নামের বানান বদলালেন জ্যাকুলিন
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ঘনিষ্ঠতার পর থেকেই ভাগ্যে শনি লেগেছে জ্যাকুলিন ফার্নান্দেজের। অর্থ আত্মসাতের মামলার অভিযোগপত্রে নাম উঠে আদালত যেন তার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না তার।

এবার ভাগ্য ফেরাতে নিজের নামের বানান বদলে ফেললেন জ্যাকুলিন। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

জ্যোতিষ বা সংখ্যাতত্ত্বের উপর ভরসা রেখে সাফল্যের মুখ দেখতে অনেকেই বদল আনেন নিজেদের নামের বানানে। বলিউডেও এই উদাহরণ কম নেই। যেমন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা এবং রাজকুমার রাও। এমনকি, বলিউড তারকা অজয় দেবগনও।

সাফল্যের মুখ দেখতে নিজেদের নামের বানানে কিছু পরিবর্তন এনেছেন এই তারকারা। কোনও অক্ষর যোগ করে, বা কোনও অক্ষর বাদ দিয়ে বদলে ফেলেছেন নামের বানান। নামের সঙ্গে তাল মিলিয়ে বদল এসেছে তাদের ভাগ্যেও।

এবার এই একই পথে হাঁটলেন জ্যাকুলিন। আপাতত জ্যাকুলিনের নামের নতুন বানানটি অভিনেত্রীর ইনস্টাগ্রামে দেখা যাচ্ছে। টুইটারে অবশ্য পুরনো বানানটিই দেখা যাচ্ছে। অভিনেত্রীর এই পদক্ষেপ নিয়ে মশকরা করতে ছাড়েননি নেটাগরিকদের একাংশ।

জ্যাকুলিন তার ইংরেজি নামের বানানে যোগ করেছেন একটি অতিরিক্ত ‘ই’। নতুন বানানে অভিনেত্রীর নামের উচ্চারণ দাঁড়িয়েছে ‘জ্যাকলিয়েন’। তবে কি বিপদ কাটাতে জ্যোতিষশাস্ত্রের দ্বারস্থ হলেন অভিনেত্রী? উঠছে প্রশ্ন। তবে এ নিয়ে কোনো প্রতক্রিয়া জানাননি জ্যাকুলিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান