‘জামাল কুদু’—এই এক গানে ‘অ্যানিম্যাল’ ছবির ভিলেন ববি দেওলের ইমেজটাই বদলে দিয়েছে। আর সিনেমাটির কারণে রাজকীয় প্রত্যাবর্তন হয়েছে এই তারকার।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনো ট্রেন্ডে আছে জামাল কদু। এবার গানের নাচটি আবারও নাচলেন অভিনেতা। বিয়ের পিঁড়িতে ববির বোন অজিতা দেওলের মেয়ে নিকিতা চৌধুরী। ভারতের উদয়পুরে বসেছে রাজকীয় বিয়ের আসর। সেখানেই একজোট গোটা দেওল পরিবার। ভাগ্নির প্রাক-বিয়ের অনুষ্ঠান জমজমাট মামা ববির নাচে। ভিডিওতে কালো কুর্তা আর ম্যাচিং জ্যাকেটে ধরা দিয়েছেন ববি, সঙ্গে সাদা পাজামা। মাথায় গ্লাস নিয়েই ভাইরাল স্টেপে মা মেলালেন পরিবারের অন্য সদস্যরা। তবে ববিকে এই মামলায় টেক্কা দেওয়া অসম্ভব!
উদয়পুরের তাজ আরাভালিতে বসেছিল এই বিয়ের গ্র্যান্ড আসর। নিকিতা চৌধুরী বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন, পেশায় একজন দন্ত বিশেষজ্ঞ (ডেন্টিস্ট)। নিকিতার স্বামীর নাম ঋষভ শাহ। ভাগ্নি ও জামাই ঋষভের সঙ্গে ছবি পোস্ট করে ঋষভকে দেওল পরিবারে স্বাগত জানান অভিনেতা অভয় দেওল। তাঁর কোলে ঘুরে বেড়ানো ছোট্ট নিকিতা কবে এত বড় হয়ে গেল ভেবেই হয়রান অভয়। অন্যদিকে করণও বোন ও ভগ্নিপতিকে ইনস্টায় শুভেচ্ছা জানিয়েছেন।
জামাল কুদু ইরানের জনপ্রিয় লোকসংগীত। এই গানটি ইরানের একটি বালিকা বিদ্যালয়ে প্রায় ৭০ বছর আগে গাওয়া হয়েছিল। ১৯৫০ দক্ষিণ ইরানে খারাজেমি বালিকা বিদ্যালয়ে প্রথম বার গাওয়া হয় জামাল কুদু। একটু একটু করে জনপ্রিয়তা পেতে পেতে আজ পারস্য সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ এটি। ইরানের বিয়ের অনুষ্ঠানে এই গানটি গাওয়া অলিখিত রেওয়াজ। আর এটি ব্যবহার করা হয় সন্দীপ রেড্ডি ভাঙ্গার অ্যানিম্যাল ছবিতে। সূত্র: হিন্দুস্তান টাইমস
You must be logged in to post a comment.