শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন

ভাইরালের নেশায় মেয়েটি সব ছেড়ে দিলো

বিনোদন ডেস্ক / ৪৮ জন দেখেছেন
আপডেট : জানুয়ারি ১৫, ২০২৫
ভাইরালের নেশায় মেয়েটি সব ছেড়ে দিলো
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

জারা ডর। প্রাক্তন আইনজীবী ও পিএইচডি করছিলেন। কিন্তু লেখাপড়া ছেড়ে দিলেন। কারণ তার ভক্তরা তাকে আরও বেশি সময় দিতে বলেন এবং প্রচুর টাকাও আয় করতে থাকেন। তার আয়ের উৎস নিজের ইউটিউব চ্যানেল। দিনদিন ফলোয়ার্স বাড়ছিল। এক সময়ে ইউটিউবে তিনি মেশিন লার্নিং-সহ নানা বিষয়ে ভিডিও পোস্ট করতেন।এতে ধীরে ধীরে তার ভক্ত বাড়তে থাকে।

তাঁর ইউটিউবে লক্ষাধিক ফলোয়ার। পিএইচডি ছেড়ে ভিডিও বানাতে আসার সিদ্ধান্তের জন্য প্রশ্ন করতেই জারার বলেন, এই সিদ্ধান্ত সহজ ছিল না। তবে খুব জটিল ছিল না। তিনি তাতে খুব একটা দুঃখিত নন।

তিনি বলেন, ছোট থেকে যাঁদের জীবন, কাজ দেখে তিনি ভেবেছিলেন ‘আহা! জীবন সুন্দর’, বড় হয়ে বুঝেছেন, তাঁরা সারাজীবন শুধু সংস্থার হয়ে খেটেই গিয়েছেন। কাজ করেছেন এবং কাজ করেছেন। তাতে সবসময় শখ-আহ্লাদও মেটাতে পারেননি। তাই বড় হয়ে সেইসব মানুষ, তাঁদের কাজের প্রতি কোনও আকর্ষণ অনুভব করেননি। তিনি বলেছেন, তিনি জীবনে পড়াশোনার জন্য লোক নেননি, এখন টাকার জন্য ভাবেন না। ভিডিও বানিয়েই আয় কোটি কোটি। পরিকল্পনা করছেন বিলাসবহুল বাড়ি কেনার।

অধ্যাপক হওয়ার কথা ছিলো , পিএইচডি করলেন না , আফসোস লাগে না , এমন প্রশ্নের জবাবে জারা ডর বলেন, ‘টাকাই আসল। আর পেশাটা স্বাধীন। জনপ্রিয়তার একটা ব্যাপার আছে। ভাইরাল হয়ে গেছি। এখন পিএইচডি করে কী লাভ। আমার সংসার, প্রেম ও পড়াশোনা সব ছেড়েছি ’।

তিনি পাকিস্তানি, এই বিষয়টি যে ভুয়ো তা ব্যাখ্যা করতে গিয়ে জারা বলেন, আমার আসল নাম ডার্সি। আমি আমার নাম ব্যবহার করি ‘ডর’। ইউটিউবে আমি আমার নাম জারা ডর ব্যবহার করি, যার ফলে অনেকেই একজন পাকিস্তানি বিউটি, ইনফ্লুয়েন্সারের সঙ্গে আমাকে গুলিয়ে ফেলেন। তবে আমি ওঁকে যথাযথ সম্মান দিয়েই জানাচ্ছি, আমি পাকিস্তানি নই। আমি আমেরিকান। আমি প্রাচ্য এবং পাশ্চাত্যের আদলে বড় হয়েছি। সূত্র, হিন্দুস্তান টাইমস, হ্যালো ম্যাগাজিন ও আজকাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান