রেণুকাস্বামী নামের এক ভক্তকে খুনের অভিযোগে কন্নড় তারকা দর্শন থুগুদিপাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর থেকেই অভিনেতাকে জেরায় উঠে আসছে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য।
পুলিশের দাবি, দর্শনের বান্ধবী অভিনেত্রী পবিত্র গৌড়াকে আপত্তিকর মেসেজ ও অশ্লীল ছবি পাঠানোর অভিযোগ ছিল রেণুকার বিরুদ্ধে। সেই জন্যই তাঁকে হত্যা করা হয়। এই ঘটনায় এরইমধ্যে গ্রেপ্তার হয়েছে ১৭ জন।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানা যায়, রেণুকাস্বামীকে হত্যার সব প্রমাণ নষ্ট করার জন্য বন্ধুর কাছ থেকে ৪০ লাখ টাকা ধার নিয়েছিলেন দর্শন। এ কথা স্বীকার করেছেন অভিনেতা।
সূত্র অনুযায়ী, জিজ্ঞাসাবাদে দর্শন জানিয়েছেন খুনের প্রমাণ নষ্ট করতে সহযোগীদের দেওয়ার জন্য বন্ধু মোহন রাজের কাছ থেকে ৪০ লাখ টাকা ধার করেছিলেন তিনি। অবশ্য সেই টাকা বণ্টনের আগেই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
ইতিমধ্যে অভিনেতার বাড়ি থেকে সবুজ রঙের একটি পুমা ব্যাগ থেকে ৩৭.৪ লাখ রুপি উদ্ধার করেছে পুলিশ। বাকি ৪.৫ লাখ রুপি দর্শন ফ্যান অ্যাসোসিয়েশনের প্রধানের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।
গত ৮ জুন খুন হন রেণুকাস্বামী। পরের দিন একটি ড্রেন থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
এর আগেও বিবাহবর্হিভূত সম্পর্কে জড়িয়ে একাধিকবার বিতর্কের মুখে পড়েছেন দর্শন। চলতি বছরের শুরুতে তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে অভিনেত্রী পবিত্রা গৌড়ার সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়েছেন। আর এ কথা শোনার পর দর্শনের ওপর ভীষণ চটেছিলেন তাঁর স্ত্রী বিজয়লক্ষ্মী।
প্রসঙ্গত, ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন দর্শন। তাঁর অভিনীত সিনেমার মধ্যে ‘ম্যাজেস্টিক‘, ‘কারিয়া’, ‘গাজা’, ‘সারথি’ প্রভৃতি উল্লেখযোগ্য।
You must be logged in to post a comment.